India vs New Zealand 2nd Test-এ নেই রাহানে-জাডেজা-ইশান্ত

India vs New Zealand 2nd Test

জাস্ট দুনিয়া ডেস্ক: India vs New Zealand 2nd Test-এ চোটের জন্য খেলা হল না ভারতের তিন জনের। তাঁরা হলেন অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজা  ও ইশান্ত শর্মা। শ্রেয়াস আইয়ার অভিষেক টেস্টে দারুণব্যাট করে দেওয়ায় দ্বিতীয় টেস্টে দল নির্বাচন নিয়ে মাথা ব্যথা তৈরি হয়েছিল টিম ম্যানেজমেন্টের। কারণ দ্বিতীয় টেস্টে দলে ঢুকেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে জায়গা দিতে একজনকে তো বাদ দিতেই হত। সেটা রাহানে না চেতেশ্বর পূজারা তা নিয়েই চলছিল জল্পনা। টিম ম্যানেজমেন্টের সামনেও ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু চোট হয়ে যাওয়ায় সেই চ্যালেঞ্জ আর নিতে হল না।

শুক্রবার ম্যাচের আগে বিসিসিআই-এর তরফে তিন জনের ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়। বিসিসিআই তাদের বার্তায় জানিয়েছে, ‘‘কাণপুরে প্রথম টেস্টের শেষ দিন ইশান্ত শর্মার বাঁ হাতের আঙুলে চোট লেগেছে। যে কারণে মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তার দিকে নজর রাখছেন।’’

রবীন্দ্র জাডেজা সম্পর্কে জানানো হয়েছে, ‘‘অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজার ডান হাতে চোট রয়েছে। কাণপুরে প্রথম টেস্টে তিনি চোট পান। স্ক্যান করার পর দেখা যায় চোটের জায়গা ফলে রয়েছে। তাঁকে বিশ্রাম নেওয়ার উপদেশ দেওয়া হয়েছে। যে কারণে তাঁর মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না।’’

অজিঙ্ক রাহানে সম্পর্কে বার্তায় বলা হয়, ‘‘অজিঙ্ক রাহানের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হালকা স্ট্রেন রয়েছে। কাণপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় তিনি চোট পান। তার পর থেকে এখনও পুরো সুস্থ হয়ে ওঠেননি। যে কারণে মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তাঁর। বিসিসিআই মেডিক্যাল টিম তাঁকে নজরে রেখেছে।’’

এদিকে আউট ফিল্ড ভেজা থাকায় মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট সঠিক সময়ে শুরু করাসম্ভব হয়নি। সকাল ৯.৩০-এ ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। সকাল ১১.৩৩-এ শেষ পর্যন্ত টস করা সম্ভব হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। এদিকে তিন ছিটকে যাওয়া প্লেয়ার রাহানের জায়গায় বিরাট কোহলি, ইশান্তের জায়গায় মহম্মদ সিরাজ এবং জাডেজার জায়গায় জয়ন্ত যাদব দলে জায়গা পেয়েছেন।

ভারতীয় দল: শুবমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)