ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: শার্দূলের অভিষেক টেস্টে বল হাতে সফল দুই যাদব

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ , দুই ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘদিন পর আবার ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছিল তিন দিনেই। ধরাশায়ী ক্যারিবিয়ানদের ভারতের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না। যার ফলে এক তরফা ম্যাচ সহজেই জিতে নিয়েছিল। ইংল্যান্ড সফরের ভয়ঙ্কর হারের স্মৃতি কিছুটা হলেও এই জয়ের পর কম হওয়ার কথা মেনস ইন ব্লু-দের।

দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে লক্ষ্য ছিল একটাই। দুই ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করা। প্রথম দিনের শেষে সেই লক্ষ্যেই স্থির রয়েছে ভারতীয় দল। শুক্রবার হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে ব্রেথওয়েট ১৪ ও পাওয়েল ২২ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। যাতে শক্ত ভিতটাই তৈরি করে উঠতে পারেনি দল। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ রান করে কিছুক্ষণের জন্য ভরসা দিলেও দলকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি হোপ। চার নম্বরে হেটমেয়ার ১২ ও পাঁচ নম্বরে নেমে অ্যামব্রিস ১৮ রান করে ফিরে যান।

যখন ভারতীয় বোলিংয়ের সামনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার তখনই হাল ধরেন রোস্টন চেস। বরং লোয়ার অর্ডার অনেক বেশি ভরসা দিতে সক্ষম হয় ক্যারিবিয়ানদের ইনিংসকে। চেসের সঙ্গে প্রথমে ডরউইচের ৩০ রানের ইনিংস এবং পরে অধিনায়ক হোল্ডারের ৫২ রানের সুবাদে সচল হয় ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ড।

সেলিম মালিক ঘুষ দিতে চেয়েছিলেন দু‘লাখ ডলার, মুখ খুললেন আর এক ক্রিকেটার

দিনের শেষে ৯৮ রান করে ক্রিজে রয়েছেন চেস। তার সঙ্গে ২ রান করে রয়েছেন দেবেন্দ্র বিশো। ইতিমধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ। হাতে রয়েছে তিন উইকেট। ক্রিজে টিকে থেকে চেসকে ব্যাট করার সুযোগ করে দিলেই রান বাড়তে পারে ওয়েস্ট ইন্ডিজের। যদিও প্রথমদিন ভারতীয় বোলিংয়ের সামনে চেস ও হোল্ডার ছাড়া সকলকেই অসহায় লেগেছে।

শার্দূলের অভিষেক টেস্টে ক্যাপ তুলে দেওয়ার মুহূর্ত

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও কুলদীপ যাদব। একটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় দিন ভারতের লক্ষ্য হবে দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করে ব্যাট করতে নামা। এ দিন টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে গেল শার্দূল ঠাকুরের। পুরো দলের সামনে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন কোচ রবি শাস্ত্রী।

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের মধ্যে ঢুকে পড়লেন এক সমর্থক। প্রথম টেস্টে মাঠে ঢুকে পড়ে বিরাটের সঙ্গে সেলফিও তোলার চেষ্টা করেছিলেন ওই দুই সমর্থক। আর এ দিন দ্বিতীয় টেস্টের প্রথম দিন এক সমর্থক মাঠে ঢুকে সরাসরি চলে যান মিড-অনে ফিল্ডিং করা বিরাট কোহলির কাছে। তাঁর সঙ্গে সেলফি তোলার পর তাঁকে চুমু খাওয়ারও চেষ্টা করেন। যাতে প্রচন্ড বিরক্ত হয়েছেন অধিনায়ক।