জাস্ট দুনিয়া ডেস্ক: অনূর্ধ্ব-১৭ জাতীয় মহিলা দলের প্রধান কোচ টমাস ডেনারবি দল ঘোষণা করে দিলেন। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২২-এর (U-17 Women’s World Cup) জন্য তিনি ২১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র, মরক্কো এবং ব্রাজিলের পাশাপাশি গ্রুপ এ-তে থাকছে ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে তারা ১১ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে, তারপর ১৪ অক্টোবর এবং ১৭ অক্টোবর যথাক্রমে মরক্কো এবং ব্রাজিলের মুখোমুখি হবে ভারত।
“এটি প্রত্যেকের জন্য একটি নতুন পরিস্থিতি। ভারতের মেয়েরা এর আগে কখনও বিশ্বকাপ খেলেনি। এটি সম্পূর্ণ ভিন্ন বলের খেলা। এটা সবাইকে দেখানোর এক অনন্য সুযোগ যে আমরা ভালো ভাবে প্রস্তুতি নিয়েছি এবং কাউকে আমাদের ওপরে যেতে দেব না। সবাই বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু আমি স্কোয়াডে সেরা ২১ জনকেই বেছে নিতে পারি,” বলেছেন কোচ ডেনারবি।
২১ জন ফুটবলারের চূড়ান্ত তালিকা জার্সি নম্বরসহ:
গোলরক্ষক: মোনালিসা দেবী মইরাংথেম (১), মেলোডি চানু কেইশাম (১৩), অঞ্জলি মুন্ডা (২১)
ডিফেন্ডার: অস্তম ওরাওঁ (৫), কাজল (২০), নাকেতা (৩), পূর্ণিমা কুমারী (২), বর্ষিকা (১৯), শিল্কি দেবী হেমাম (৪)
মিডফিল্ডার: বাবিনা দেবী লিশাম (৬), নিতু লিন্ডা (১৭), শৈলজা (১৫), শুভাঙ্গী সিং (১৬)
ফরোয়ার্ড: অনিতা কুমারী (১১), লিন্ডা কম সার্টো (৯), নেহা (৭), রেজিয়া দেবী লাইশরাম (১৮), শেলিয়া দেবী লোকটংবাম (১২), কাজল হুবার্ট ডিসুজা (৮), লাবণ্য উপাধ্যায় (১০), সুধা অঙ্কিতা তিরকি (১৪)
প্রধান কোচ: টমাস ডেনারবি
ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০২২-এর গ্রুপ এ-তে ভারতের খেলা:
১১ অক্টোবর: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (রাত ৮টা, কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)।
১৪ অক্টোবর: ভারত বনাম মরক্কো (রাত ৮টা, কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)।
১৭ অক্টোবর: ব্রাজিল বনাম ভারত (রাত 8 টা, কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google