জাস্ট দুনিয়া ডেস্ক: যেদিন ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামল ভারত সেদিনই টি২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গেল ভারত (India T20 WC Team)। বৃহস্পতিবার ভোর রাতে মুম্বই বিমানবন্দরে পৌঁছে যায় ভারতীয় দল। তখনও দিনের আলো ফোঁটেনি। দলে জসপ্রিত বুমরার না থাকাটা বড় ধাক্কা হলেও বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী। বিশ্বকাপ খেলতে উড়ে যাওয়ার আগে শেষ টি২০-তে হারতে হয়েছে ভারতকে। কিন্তু প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজও জিতে নিয়েছে ভারত। তার আগে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে। তবে সবটাই হোম কন্ডিশনে। এবার খেলতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে।
রোহিত শর্মার নেতৃত্বে এবার বিশ্বকাপে সেরাটা দেওয়াই লক্ষ্য ভারতের। গত বছর সেমিফাইনালেও পৌঁছতে পারেনি ভারত। দেশ ছেড়ে বিশ্বকাপ খেলতে পাড়ি দেওয়ার ছবি প্রায় সব ক্রিকেটারই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় যেমন রয়েছে বিসিসিআই তেমনই রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যেরা।
ভারতের টি২০ বিশ্বকাপ যাত্রা শুরু হবে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তাই শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হবে ভারতকে। শেষ দুই সিরিজের অভিজ্ঞতা বলছে ডেথ বোলিংয়ে ভারত বেশ নড়বড়ে। তার উপর বুমরা নেই। তাঁর পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া হবে সেটাও একটা বড় প্রশ্ন। এখন সে দিকে তাকিয়েই দল।
Australia bound ✈️. Exciting times ahead. ✌️ @yuzi_chahal @HarshalPatel23 pic.twitter.com/KtmertwefU
— Virat Kohli (@imVkohli) October 6, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google