এল ক্লাসিকো, ৪৫ মিনিট ১০ জনের বার্সাকে হারাতে পারল না রিয়েল

এল ক্লাসিকো

জাস্ট দুনিয়া ডেস্ক: এল ক্লাসিকো থেকে গেল সমান সমান। চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছে বার্সেলোনা কিন্তু এল ক্লাসিকো বিশ্ব ফুটবলের একটা আলাদা লড়াই। যা কোনও টুর্নামেন্ট, কোনও ফল কোনও কিছুর উপরই নির্ভর করে না। সেটা আরও একবার বুঝিয়ে দিল মেসি অ্যান্ড ব্রিগেড। ১০ জনের বার্সেনোরা যেভাবে পুরো ৪৫ মিনিট লড়ে গেল তাতে সন্দেহ এই দলটাই কি লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ইতিমধ্যে? এই একটা ম্যাচে হার-জিৎ তাদের চ্যাম্পিয়ন হওয়াটাকে বদলাতে পারবে না? আসলে এটা এল ক্লাসিকো। বিশ্ব ফুটবলের ক্লাব যুদ্ধের সর্বোচ্চ ম্যাচ। যার জন্য সারা বছর বসে থাকে গোটা বিশ্ব। আজ তেমনই একটা ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। যেখানে গোল করলেন রোনাল্ডো, যেখানে গোল করলেন মেসিও। যদিও ম্যাচ শেষ ফল ২-২।

এই এল ক্লাসিকো অবশ্য আরও একটা কারণে ইতিহাস লেখা হয়ে থাকবে। দীর্ঘ বার্সেলোনার সঙ্গে ছাড়তে চলা আন্দ্রে ইনিয়েস্তার এটাই ছিল শেষ এল ক্লাসিকো। আর তাঁর বিদায়ের সঙ্গে বার্সা ধরে রাখল অপরাজিতের তকমাও। টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড।

ম্যাচের শুরুটা করে দিযেছিল বার্সেলোনাই। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই। সার্জি রর্বেতোর ডান দিক থেকে বাঁ দিকে লং ক্রস। মাঝে মেসির একটা ছোট্ট ফলস। যার ফল, রিয়েল ডিফেন্ডাররা বুঝতেই পারলেন না বল আসলে মেসি নয় যাচ্ছো এক বাঁ প্রান্তে থাকা সুয়ারেজের কাছেই। সুয়ারেজ যখন চলতি বলে শট নিচ্ছেন তখন রিয়েল গোলকিপার প্রথম পোস্টে ঝাঁপিয়েছেন। সেই সুযোগে সুয়ারেজ বল রাখলন দ্বিতীয় পোস্টে। এটাই সুযোগ সন্ধানী সুয়ারেজ।

এল ক্লাসিকো

ন’মিনিটের এগিয়ে যাওআটা অবশ্য ধরে রাখথে পারেনি বার্সা। ১৪ মিনিটোই রোনাল্ডোর গোলে সমতায় ফেরে রিয়েল মাদ্রিদ। কাউন্টার অ্যাটাক থেকে বেঞ্জিমার বক্সের মধ্যে মাপা পাস। ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিলেন সিআর সেভেন। ভুল করেননি তিনিও। প্রথমার্ধের গোল পাল্টা গোলের জমে যাওয়া ম্যাচ শেষ হল লাল কার্ডে। সার্জি রবের্তো জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, রিয়েল মাদ্রিদ বনাম লিভারপুলের লড়াই

দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট ১০ জনের বার্সাকে ভাবা হয়েছিল রিয়েল রীতিমোত নাস্তানাবুদ করে হারাবে। কিন্তু হল উল্টো। প্রথমার্ধে বার্সা দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। যার ফল ১০ জনেই আবার এগিয়ে গেল চ্যাম্পিয়নরা। এবার কাড়িগড় সেই মেসি। তিনি যেভাব বল নিয়ে সবাইকে ছিটকে বক্সের ঢুকে গোলে বল রাখলেন সেটাও চোখে লেগে থাকার মতো। সঙ্গে সুয়ারেজের তৈরি করে দেওয়া বল। এর পর গ্যারেথ বেল রিয়েলকে সমতায় ফেরালেন ঠিকই। ম্যাচও শেষ হল ২-২ গোলে। কিন্তু বার্সেলোনার দাপটের সঙ্গে। এই ম্যাচের উত্তেজান বার বার ঝামেলায় জড়ালেন দুই দলের ফুটবলাররা। কিন্তু ম্যাচ শেষে সবটাই স্বাভাবিক। ইনিয়েস্তার শেষ এল ক্লাসিকো তাঁকে নিয়েই মাতিয়ে দিলেন মেসিরা। গ্যালারিও সমানে সামনে সঙ্গ দিয় গেল। বিদায় মাঝ মাঠের শিল্পি। বিদায় স্পেন। বিদায় মেসির সহযোদ্ধা। তোমাকে অসংখ্য সেলাম।