সোনম কপূরের মেহেন্দি অনুষ্ঠান

সোনম কপূরের মেহেন্দিসোনম কপূরের মেহেন্দি

জাস্ট দুনিয়া ডেস্ক: বিয়ের আগে সোনম কপূরের মেহেন্দি অনুষ্ঠান। তাঁর সঙ্গে বিয়ে হবে আনন্দ আহুজার। বিয়ের তোড়জোড় অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে।

এই মরসুমের সবচেয়ে আলোচিত এবং আড়ম্বরপূর্ণ সেই বিয়ের অনুষ্ঠান আগামী কাল মঙ্গলবার। তার আগে সোমবার বিকেল থেকেই অনিল কপূরের বান্দ্রার বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছে। আজ মেহেন্দির অনুষ্ঠান। বিকেল চারটে থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের সানটেক সিগনেচার আইল্যান্ডে নক্ষত্র সমাবেশ। কপূর এবং আহুজা পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে হাজির বলিউডের বহু তারকা।

সোনম কপূরের মেহেন্দি সেরেমনির আমন্ত্রণ পত্রে লেখা ছিল, ‘উই লুক ফরোয়ার্ড টু শেয়ারিং ও ওয়ান্ডারফুল নুন অব রিভেলরি অ্যাট দ্য মেহেন্দি সেলিব্রেশন অব সোনম অ্যান্ড আনন্দ।’ সেখানে সময়ের উল্লেখও করা ছিল। ড্রেস কোডও লেখা ছিল ই-আমন্ত্রণপত্রে। উৎসবের সাদা রঙের পোশাক। জানা গিয়েছে, মেহেন্দি অনুষ্ঠানে নাচ-গানে অংশ নেবেন পরিবারের সকলে। সানটেক সিগনেচার আইল্যান্ডে বলরুমের মতো ব্যাঙ্কোয়েট হলে ওই অনুষ্ঠান হচ্ছে। পার্টির পর কাছের মানুষরা থেকে যাবেন সোনমদের বাড়িতে।

সোনম-আনন্দ বিয়ে করছেন ৮ মে

সোনম কপূরের বাবা মা অনিল-সুনীতা ইন্ডাস্ট্রির খ্যাতনামাদের নেমন্তন্ন করেছেন। এ দিনের অনুষ্ঠানে সোনমের কাছের মানুষেরা এসেছেন। হর্ষবর্ধন কপূর, অর্জুন কপূর, জাহ্নবী কপূর, খুশি কপূর, অংশুলা কপূর ছাড়াও ছিলেন করণ জোহর, রণবীর কপূর, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নানডেজ এবং সরা ভাস্কর। রবিবার সন্ধ্যাতে সোনমের তুতো বোন খুশি, জাহ্নবী এবং অংশুলাকে দেখা গিয়েছে ড্রেস ডিজাইনার মণীশ মলহোত্রের স্টোরে। সোনমের বিয়েতে সকলে যে চলতি ফ্যাশনে সাজবেন, তা স্পষ্ট। এমনকী, সোনম কপূর নিজে বিয়ের দিন কী পোশাক পরবেন, তা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।

 

মেহেন্দি অনুষ্ঠানে বলিউডের বিভিন্ন গানের সঙ্গে নেচেছেন স্টার-যুগলেরা। কোরিওগ্রাফার ফারহা খানও পারফরম্যান্সের পরিকল্পনা করেছেন। করণ এবং বরুণ নাচের রিহার্সালের ছবি আপলোড করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, কপূর পরিবারের সকলে নাচছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে সলমন খানের টাইগার জিন্দা হ্যায়-এর সেই বিখ্যাত গান ‘স্বগ সে স্বাগত’। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বরুণ এবং করণ গোটা অনুষ্ঠানটির ভিডিওটি রেকর্ড করছেন।

শোনা গিয়েছে, সোনমের তুতো বোন জাহ্ণবী তাঁর সদ্য প্রয়াত মা শ্রীদেবীর স্মরণে একটি নাচের অনুষ্ঠান করবেন। সেখানে শ্রীদেবীর সব সিনেমার গান থাকবে। যেমন, মেরে হাথো মে ন, ন চুড়িয়া হ্যায়, কিসি কে হাথ না আয়েগি ইয়ে লড়কি... এমনকী সেই অনুষ্ঠানে নাচতে দেখা যাবে সোনমের বাবা অনিল কপূরকেও। গানটি সেই বিখ্যাত, মেরা নাম হ্যায় লক্ষ্মণ... করণ নাকি নাচবেন সোনমের প্রিয় সিনেমা প্রেম রতন ধন পায়ো-র গানের সঙ্গে। সিনেমাটিও করণের।