জাস্ট দুনিয়া ডেস্ক: এমএস ধোনি কোন পজিশনে একদম ঠিক? বিশ্বকাপে ভারতীয় দল মোটামুটি তৈরি। সংশয় একটা জায়গা নিয়েই। চার নম্বর। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকাররা নানা মত দিয়েছেন। কেউ কেউ বলছেন মহেন্দ্র সিং ধোনির চার নম্বরে নামা উচিত। ভারতীয় দল কিন্তু বিশ্বকাপে ধোনিকে ব্যাটিং লাইন আপে পাঁচ নম্বরে ধরেই এগোচ্ছে। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চার নম্বরেই নামবেন ধোনি। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং এ কথা জানিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘এমএস ধোনি গত আইপিএলেও বেশির ভাগ ম্যাচে ৪ নম্বরেই ব্যাট করেছিল। কয়েকটা ম্যাচে প্রয়োজনে ওর জায়গাটা আমরা অদল–বদল করেছিলাম। এবারও সেটাই হবে।’
চেন্নাইয়ের সার্বিক ব্যাটিং নিয়ে ফ্লেমিংয়ের কোনও চিন্তা নেই। বলেন, ‘গত ১০ মাসে এমএস ধোনি অসাধারণ ফর্মে রয়েছে। নতুন প্লেয়ারও পেয়েছি আমরা, কেদার যাদব। ফলে আমরা ব্যাটিং অর্ডার নিয়ে খুব খুশি।’ গত মরশুমে আইপিএলে কেদার যাদব প্রথম ম্যাচ খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে আর খেলতে পারেননি। ৬ মাস মাঠের বাইরে ছিলেন।
এমনিতে চেন্নাই দলের গড় বয়স একটু বেশি, ৩০–এর মাঝামাঝি। সেটা নিয়ে চিন্তিত নন ফ্লেমিং। বলেন, আসল হল মানসিকতা। চেন্নাই কোচের মতে, ‘আমরা খুব একটা তুলনায় যাই না। যদি অন্য দলগুলো নিয়ে ভাবতে শুরু করি, তাহলে নিজের দলের ভাল–খারাপগুলো ঘেঁটে যায়। সব দলেই অনেক ভাল ভাল প্লেয়ার আছে। পুরো ব্যাপারটাই হল মানসিকতার, দলের পরিবেশের, সংস্কৃতির, আসল সময়ে জিততে পারা। গত বছর আমরা মোক্ষম সময়গুলোয় জিতেছি। আমাদের প্লেয়াররা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পেরেছে। ফলে আমরা বড় ম্যাচগুলো জিততে পেরেছি।’
আলাদা করে কেদার যাদবের প্রশংসা করে ফ্লেমিং বলেন, ‘ও যদিও একটাই মাত্র ম্যাচ খেলেছে আমাদের হয়ে, সেই ম্যাচেও ও ব্র্যাভোর সঙ্গে খুব ভাল খেলেছিল। ম্যাচ জিতিয়েছিল। এর পর ডুপ্লেসি, ওয়াটসন, ধোনি, রায়নারা রয়েছে।’
চোটের জন্য চেন্নাই গতবার পায়নি মিচেল স্যান্টনারকে। নিউজিল্যান্ডের এই স্পিনারের ওপর অগাধ আস্থা ফ্লেমিংয়ের। বলেন, ‘উপমহাদেশের মাটিতে ওর রেকর্ড খুব ভাল। সেই জন্য ওকে দলে খুব দরকার। গত বছর ওর অভাব বোধ হয়েছে আমাদের। তাই কেদারের মতো স্যান্টনারও এক অর্থে আমাদের দলে নতুন। পেসারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা দলের ভারসাম্যের ব্যাপারে ওয়াকিবহাল। ইমরান তাহির ভাল ফর্মে রয়েছে। কর্ণ শর্মা রয়েছে। অভিজ্ঞ হরভজন সিং রয়েছে। আমাদের দলে সব দিকই কভার করা রয়েছে। শুধু পরিকল্পনা অনুযায়ী সবাইকে মাঠে নেমে পারফর্ম করতে হবে।’
(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)