জাস্ট দুনিয়া ডেস্ক: IPL Player Retention প্রক্রিয়া শেষ হল। আগামী বছর আইপিএল-এ যোগ দিতে চলেছে আরও দুটো নতুন দল। যে কারণে হবে নতুন করে নিলাম। তবে পুরনো ৮ দলকে তাঁদের পছন্দের এবং গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারকে ধরে রাখার সুযোগ দিয়েছিল আইপিএল কমিটি। মঙ্গলবার সেটাই সম্পন্ন হল। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, পঞ্জাব ও রাজস্থান তাঁদের ধরে রাখা প্লেয়ারের তালিকা জানিয়ে দিল। প্রত্যেকেই জোড় দিল ভারতীয়দের ধরে রাখার জন্য। কোনও কোনও দলে থেকে গেলেন কিছু বিদেশিও। যাঁদের ছেড়ে দেওয়া হল তাঁরা উঠবেন নিলামে।
যে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সংশয় ছিল, তিনি চেন্নাই ছাড়ছেন কিনা, তাঁকেও ধরে রাখল দল। বাদ পড়লেন তাঁরই কাছের সতীর্থ সুরেশ রায়না। কিছু অপ্রত্যাশিত বাদ চোখে পড়ল। সেই তালিকায় অবশ্যই থাকবেন লোকেশ রাহুল। নতুন দুই দল নিলামের বাইরেও দু’জন করে প্লেয়ারকে নিতে পারবে।
কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
দিল্লি ক্যাপিটালস
ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি), আন্দ্রে নরখিয়া (৬.৫০ কোটি)
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রিত বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কেরন পোলার্ড (৬ কোটি)
চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মঈন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি(১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)
রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন (১৪ কোটি), জোস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)
সানরাইজার্স হায়দরাবাদ
কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)
পাঞ্জাব কিংস
মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)