জাস্ট দুনিয়া ডেস্ক: মুম্বই পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তিনি কলকাতা বিমানবন্দর থেকে মুম্বই (Mamata Mumbai Visit)-এর বিমান ধরেন। সন্ধ্যায় সেখানকার বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন তৃণমূলনেত্রী। এই মন্দিরে আসার ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে তা কখনও হয়ে ওঠেনি বলেই জানান তিনি। ফের আসবেন বলেও জানিয়েছেন। এই সফরে তাঁর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু উদ্ধব শারীরিক ভাবে ভাল নেই। সে কারণে মমতার সঙ্গে দেখা করেন উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে। এ দিন সন্ধ্যায় সেই সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আদিত্যের সঙ্গে ছিলেন শিবসেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত।
সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার পর মমতা খুব সামান্য সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘‘এর আগে অনেক বার এখানে আসার ইচ্ছা হয়েছিল। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এখানকার মন্দিরের পুরোহিত এবং ট্রাস্টের লোকেদের অনেক ধন্যবাদ। এখানে সবার জন্য প্রার্থনা করেছি। সময় হলে আবার আসব।’’ শেষে বলেন, ‘‘জয় মরাঠা, জয় বাংলা।’’
এ দিন সন্ধ্যায় মুম্বই পৌঁছনোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনিতেই মমতার এ বারের মুম্বই সফর বেশ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক এবং অর্থনৈতিক দু’দিক থেকেই। এ দিন দুপুরে মুম্বই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানিয়েছিলেন, শরীর খারাপের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দেখা করতে পারবেন না। তবে তাঁর ছেলে আদিত্য ঠাকরে দেখা করবেন। মমতা বলেন, ‘‘উদ্ধব ঠাকরে অসুস্থ। তাই ওঁর সঙ্গে দেখা হবে না। তবে ওঁর ছেলে আদিত্য দেখা করতে আসবেন। এ ছাড়া এনসিপি প্রধানে শরদ পওয়ারের সঙ্গেও দেখা হওয়ার কথা।’’
মুম্বইতে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার পর মমতা যান পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানান ২৬/১১ হামলায় নিহত পুলিশকর্মী তুকারাম ওম্বলেকে। তার পর ফের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে মমতা বলেন, ‘‘মুম্বইয়ে এলে উদ্ধব’জি, শরদ’জির বাড়ি যাব না, তা কি হয়! কিন্তু উদ্ধব’জি অসুস্থ। ওঁকে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। যে কারণেই ওঁর বাড়ি যাওয়া হচ্ছে না। তবে ওঁর ছেলে আদিত্য আসছেন দেখা করতে। আর শরদ’জি বর্ষীয়ান রাজনীতিবিদ। ওঁর সঙ্গে দেখা হবে।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)