জাস্ট দুনিয়া ডেস্ক: তাঁর হোয়াইট বল কেরিয়ার নাকি শেষ হয়ে গিয়েছে এমএস ধোনি এবং তৎকালীন ম্যানেজমেন্টের জন্য। এমনই মনে হয়েছে এক ফ্যানের। আর তিনি ইরফান পঠান (Irfan Pathan)। এই মুহূর্তে খেলছেন লিজেন্ড লিগ ক্রিকেটে। তিনি রয়েছেন ভিলওয়ারা কিংস দলের হয়ে। সেখানে আবার দেখা গিয়েছে চেনা সেই ইরফান পঠান ক্রিকেট। আর তাতেই দুঃখটা চেগে উঠেছে পঠান ভক্তের। সেই ভক্ত টুইটে লেখেন, ‘‘যতবার ইরফান পঠানকে এই লিগে খেলতে দেখছি ততবার আমি এমএস ধোনি আর তার থেকেও বেশি ম্যানেজমেন্টকে অভিশাপ দিচ্ছি।’’
ইরফান পঠান শেষ সাদা বলের ক্রিকেট খেলেছেন মাত্র ২৯ বছর বয়সে। সেটাও মনে করিয়েছেন সেই ফ্যান। তাঁর মতে, ভারতীয় দলের পারফেক্ট ৭ নম্বর ছিলেন ইরফানই বলে মনে করেন তিনি। তাঁর আরও রাগ, ইরফানকে না খেলিয়ে জাডেজা, বিনিকে খেলানোয়। তবে ফ্যানের এই বক্তব্যকে প্রশ্রয় দেননি ইরফান পঠান। বরং তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘কাউকে দোষারোপ করবেন না।’’
আন্তর্জাতিক ক্রিকেট পা দিয়েই তারকা হয়ে গিয়েছিলেন ইরফান। ২০০৩-এ অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটিংও সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়ে উঠেছিল। গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে তিনিই ছিলেন ভারতীয় দলের সেরা অলরাউন্ডার। কিন্তু বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেরিয়ার। তাঁর ঝুলিতে রয়েছে ২৯টি টেস্ট, ১২০টি একদিনের ম্যাচ ও ২৪টি টি২০। ২০১২-র পর আর ভারতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি।
Don’t blame any one. Thank you for love ❤️
— Irfan Pathan (@IrfanPathan) September 27, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google