জাস্ট দুনিয়া ডেস্ক: বেড়াতে কে না ভালবাসে। সুযোগ পেলেই কাজের ফাঁকে বেরিয়ে পড়াটাই মানুষের নেশা। আসলে নেশাটা বেড়ানোর। দেশে থেকে গোটা বিশ্বের স্বাদ চেখে দেখা। কিন্তু সবার সবটা সামর্থ থাকে না। তবে যতটুকু থাকে তার মধ্যেই ম্যানেজ করতে হয়। কিন্তু কোনওভাবে ঘোরা ছাড়া যাবে না। সেই তালিকায় যেমন অতী সাধারণ মানুষ রয়েছেন, তেমনই রয়েছেন সেলেবরা। কাজের সূত্রে সব সময়ই দেশ বিদেশ যাঁদের ঘুরতে হয় তাঁরাও কাজের বাইরে শুধুই ছুটি কাটাতে বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন আমাদের মাস্টার ব্লাস্টার। World Tourism Day-তে নিজের বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিও—
Capturing memories forever! 📸
Every place has something unique to offer & we can only keep exploring.#WorldTourismDay pic.twitter.com/jC76vz7rU2— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google