ISL 2022-23 BFC vs EBFC: দু’ম্যাচ পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল

ISL 2022-23 BFC vs EBFC

জাস্ট দুনিয়া ডেস্ক: লড়াই করে বেঙ্গালুরু এফসি-কে তাদের মাঠে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি (ISL 2022-23 BFC vs EBFC)। শুক্রবার কলকাতা থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ক্লেটন সিলভার একমাত্র গোলে জিতে তিন পয়েন্ট অর্জন করল লাল-হলুদ ব্রিগেড। ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় পেল তারা। শেষ দুই ম্যাচে হারার পরে এই জয় এল তাদের। লিগ টেবলের একেবারে নীচের দিকে থাকা ইস্টবেঙ্গল এফসি-র কাছে শুক্রবারের এই ম্যাচটি ছিল টিকে থাকার লড়াই, যেখান থেকে তিন পয়েন্ট পাওয়া তাদের কাছে ছিল খুবই জরুরি।

সুনীল ছেত্রী, রয় কৃষ্ণা, উদান্ত সিং, হাভিয়ে হার্নান্ডেজদের আটকে এই জয়ের ফলে ইস্টবেঙ্গল ছয় ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে লিগ তালিকায় আট নম্বরে উঠে এল। টানা তিন ম্যাচে হেরে বেঙ্গালুরু এফসি নেমে গেল নয় নম্বরে। এ দিন শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে দুই দলের দ্বৈরথ। দুই দলই যে জয়ে ফেরার জন্য মরিয়া, তা তারা শুরু থেকেই বুঝিয়ে দেয়। এক দিকে রয় কৃষ্ণা ও সুনীল ছেত্রী, অন্য দিকে, ক্লেটন সিলভা ও ভিপি সুহের নিজেদের দলের আক্রমণের দায়িত্বে থাকলেও তাঁরা কিন্তু কোনও সুবর্ণ সুযোগ তৈরি করতে পারেননি। প্রথম ১৫ মিনিট দুই গোলকিপারকেও সে ভাবে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

তবে ১৬ মিনিটের মাথায় হাভিয়ে হার্নান্ডেজের ফরোয়ার্ড পাস নিয়ে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন সুনীল ছেত্রী। কিন্তু সার্থক গলুইয়ের জায়গায় প্রথম এগারোয় নামা অঙ্কিত মুখোপাধ্যায়ের অসাধারণ ট্যাকলে সে যাত্রা বেঁচে যায় ইস্টবেঙ্গল এফসি। গোললাইন থেকে এগিয়ে আসেন কমলজিৎও। এর চার মিনিট আগে চ্যারিস কিরিয়াকুর দূরপাল্লার শট রুখে দেন বেঙ্গালুরুর অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চাপে ফেলে দেয় বেঙ্গালুরু এফসি। রয় কৃষ্ণাকে তৎপর হয়ে উঠতে দেখা যায়। তবে তাঁকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন চ্যারিস কিরিয়াকু। যার ফলে গোলের চেষ্টা করেও বারবার ব্যর্থ হন কলকাতায় খেলে যাওয়া ফিজিয়ান তারকা। দ্বিতীয়ার্ধের প্রথম কুড়ি মিনিট সে ভাবে কোনও ভাল সুযোগ তৈরি করতে না পারলেও প্রথম যে সুবর্ণ সুযোগটি তৈরি করে তারা, তা থেকেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল এফসি। ৬৯ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁ দিক দিয়ে একটা স্প্রিন্টে নাওরেম মহেশ পৌঁছে যান বক্সে। মাঝে বেঙ্গালুরুর মিডফিল্ডার সুরেশ তাঁর পা থেকে বল কাড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ফের সুরেশের পা থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে ডান দিকে ক্লেটনকে গোলের বল সাজিয়ে দেন মহেশ এবং ছ’গজের বক্সের সামনে থেকে গোলে বল ঠেলতে কোনও ভুল করেননি ব্রাজিলীয় ফরোয়ার্ড (১-০)। গোলদাতার নাম ক্লেটন সিলভা হলেও এর বেশিরভাগ কৃতিত্ব প্রাপ্য মহেশেরই।

ইস্টবেঙ্গল দল: কমলজিৎ সিং (গোল), অঙ্কিত মুখার্জি, লালুচুঙনুঙ্গা, ইভান গঞ্জালেজ, জেরি লালরিনজুয়ালা, চ্যারিস কিরিয়াকু, জর্ডন ও’ডোহার্টি (অ্যালেক্স লিমা), নাওরেম মহেশ সিং, সেম্বয় হাওকিপ, ক্লেটন সিলভা (অধি), ভিপি সুহের (হীমাংশু জাংরা)।

(লেখা ও ছবি আইএসএল ওয়েবসাইট)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle