জাস্ট দুনিয়া ডেস্ক: বৃহস্পতিবার ফার্নান্দো স্যান্তোস বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে দিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালকে (Portugal WC Team) বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার এই মরসুমে তাঁর ক্লাবের জন্য প্রথম পছন্দ না হলেও দেশের দায়িত্ব থাকছে তাঁরই উপর। ১১৭ গোলের মালিক রোনাল্ডোসহ পর্তুগালের আক্রমণকে নেতৃত্ব দেবেন অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স এবং এসি মিলানের রাফায়েল লিয়াও। এছাড়াও দলে রয়েছে বেশ কিছু নতুন প্রতিভা। দেখে নেওয়া যাক কেমন হল পর্তুগালের বিশ্বকাপ দল।
গোলরক্ষক: ডিয়োগো কোস্তা (পোর্তো), রুই প্যাট্রিসিও (রোমা/আইটিএ), হোসে সা (উলভারহ্যাম্পটন/ইএনজি)
ডিফেন্ডার: ডিয়োগো ডালট (ম্যানচেস্টার ইউনাইটেড/ইএনজি), জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি/ইএনজি), দানিলো পেরেইরা (প্যারিস সেন্ট-জার্মেই/এফআরএ), পেপে (পোর্তো), রুবেন ডায়াস (ম্যানচেস্টার সিটি/ইএনজি), আন্তোনিও সিলভা (বেনফিকা) , নুনো মেন্ডেস (প্যারিস সেন্ট-জার্মেই/এফআরএ), রাফায়েল গুয়েরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড/জিইআর)
মিডফিল্ডার: রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন/ইএনজি), জোয়াও পালহিনহা (ফুলহাম/ইএনজি), উইলিয়াম কারভালহো (রিয়াল বেটিস/ইএসপি), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড/ইএনজি), ভিতিনহা (প্যারিস সেন্ট-জার্মেন/এফআরএ), ওটাভিও (পোর্তো) , জোয়াও মারিও (বেনফিকা), ম্যাথিউস নুনেস (ওলভারহ্যাম্পটন/ইএনজি), বার্নার্ডো সিলভা (ম্যানচেস্টার সিটি/ইএনজি)
ফরোয়ার্ড: রাফায়েল লিও (এসি মিলান/আইটিএ), জোয়াও ফেলিক্স (অ্যাটলেটিকো মাদ্রিদ/ইএসপি), রিকার্ডো হোর্তা (ব্রাগা), গনকালো রামোস (বেনফিকা), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যানচেস্টার ইউনাইটেড/ইএনজি), আন্দ্রে সিলভা (আরবি লিপজিগ/জিইআর)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google