জাস্ট দুনিয়া ডেস্ক: চলতি হিরো আইএসএল ফাইনালের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গেল, জানিয়েছে দেশের এক নম্বর ফুটবল লিগের উদ্যোক্তা এফএসডিএল। আগামী ১৮ মার্চ এই ফাইনাল হতে চলেছে মারগাও-এ পন্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে।
ফাইনালে ওঠার দৌড়ে আপাতত রয়েছে চারটি দল। দুই সেমিফাইনালে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি।
শুধু মাত্র BookMyShow-এ অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে। ফাইনালের টিকিটে শুধু ম্যাচ দেখা নয়, ম্যাচ উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন ফুটবলপ্রেমীরা।
আসন্ন সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচগুলি হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার। প্রথম সেমিফাইনালে লিগশিল্ডজয়ী মুম্বই সিটি এফসি খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে।
দুই সেমিফাইনালের জয়ীরা ১৮ মার্চ মুখোমুখি হবে খেতাবী লড়াইয়ে। যা ব্লকবাস্টার ফাইনাল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
(লেখা ও ছবি আইএসএল ওয়েবসাইট থেকে)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google