ISL 2025-26 বিশ বাঁও জলে, বন্ধ হয়ে যেতে পারে দেশের সর্বোচ্চ লিগ

ISL 2025-26

ISL 2025-26 মরসুম এখন বিশ বাঁও জলে। গত মরসুম থেকেই টের পাওয়া গিয়েছিল, এমনটা ঘটতে পারে। তাও মনে একরাশ আশা নিয়ে দিন গুনছিলেন ভারতীয় ফুটবলের ভক্তরা। এক কথায় ভারতের ক্লাব ফুটবলের ভক্তরা। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় ফুটবল মরসুমের যে সূচি সামনে এসেছে তা রীতিমতো হতাশ হওয়ার মতোই। সেই তালিকায় সব টুর্নামেন্ট থাকলেও নেই ইন্ডিয়ান সুপার লিগ। এই পরিস্থিতিতে সংশয় আরও বেড়েছে, তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাবে দেশের সর্বোচ্চ লিগ? এখন যা অবস্থা তাতে সেই দিকেই এগোচ্ছে বিষয়টা। সেই অবস্থায় আই লিগ কি আবার দেশের সর্বোচ্চ লিগ হয়ে উঠবে?

২০১৪ সালে শুরু হয়েছিল আইএসএল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল বিশ্বমানের এই লিগ ভারতীয় ফুটবলের উন্নতিতে বড় ভূমিকা নেবে। কিন্তু যত দিন এগিয়েছে ততই ভারতীয় ফুটবল পিছিয়েছে। যতই জাঁকজমক থাক না কেন আইএসএল ঘিরে ভিতরটা যে সম্পূর্ণ খালি ক্রমশ টের পাচ্ছে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো। তার মধ্যে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের মাথারা সব বদলে গিয়েছে। এক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রফুল প্যাটেল সরে গিয়ে এসেছেন আর এক রাজনৈতিক ব্যক্তিত্ব কল্যাণ চৌবে। বর্তমান সভাপতির নামের পাশে প্রাক্তন ফুটবলারের তকমা থাকলেও তার যে কোনও ভূমিকা নেই তা যত দিন গিয়েছে পরিষ্কার হয়েছে।


যাঁদের নিয়ে কল্যাণ চৌবে এআইএফএফ চালাতে শুরু করেছিলেন তাদের অনেকেই পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। অনেককেই ফেডারেশন ছেড়ে বেরিয়ে যেতে হয়। মামলা, মোকদ্দমা থেকে শুরু করে একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছুঁড়ি সবই হয়েছে। কল্যান চৌবের বিরুদ্ধে অভিযোগেরও অভাব নেই। তার মধ্যেই এফএসডিএল-এর চাপে রীতমতো জেরবার ফেডারেশন। তার উপর মাথায় ঝুলছে সুপ্রিম কোর্টের খাড়া। যতদিন না সংবিধান সংশোধন হচ্ছে এবং ফেডারেশনে নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না এআইএফএফ-এর এই কমিটি। যে কারণে আইএসএল নিয়ে কোনও আলোচনায় বসতে পারছে না কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি।

রিলায়েন্স এবং স্টারের একটি যৌথ উদ্যোগ হল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL), যা আইএসএল পরিচালনা করে এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করে। এফএসডিএল ২০১০ সালে এআইএফএফ-এর সঙ্গে ১৫ বছরের মাস্টার রাইটস চুক্তি (MRA) স্বাক্ষর করে, যার অধীনে তারা ফেডারেশনকে বার্ষিক ৫০ কোটি টাকা অথবা মোট রাজস্বের ২০%, যেটি বেশি হয় দেয়। এই চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।

যা খবর তাতে গত সপ্তাহ থেকে এফএসডিএল-এর শীর্ষ কর্মকর্তারা আইএসএল খেলা ক্লাব মালিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন এবং তাদের জানিয়েছেন যে এমআরএ-এর ভবিষ্যৎ স্পষ্ট না হলে আইএসএল শুরু হবে না। এবং এমআরএ যে রাতারাতি চূড়ান্ত করা যাবে না সেটাও নিশ্চিত। অন্যদিকে সুপ্রিম কোর্ট শীঘ্রই এআইএফএফ-এর নতুন সংবিধানের উপর রায় দেবে, তাই ব্যাপক অনিশ্চয়তা রয়েছে আইএসএল হওয়া নিয়ে। এই পরিস্থিতিতে সকলেরই হাত বাধা।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle