জাস্ট দুনিয়া ডেস্ক: রবিবার ইতিহাস তৈরি করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। শাফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে উদ্বোধনী আইসিসি মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে। গোটা দেশ এই জয়কে সেলিব্রেট করছে। আর যাঁদের অদম্য লড়াই এই শিরোপা এনে দিয়েছে দেশকে, তাঁরা কী করছেন?
তাঁদের যে আবেগের বাঁধ ভেঙে যাবে সেটাই স্বাভাবিক। ইংল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা দল। সেখানেই থেমে থাকেননি তাঁরা। বরং মাঠের মধ্যেই গোটা দল মেতে উঠেছে জনপ্রিয় গান ‘কালা চশমা’-র নাচের তালে।
ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছে খোদ আইসিসি।
সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, “মাঠে এবং এর বাইরে জয়। ভারত – আইসিসি মহিলা #U19T20WorldCup Champions”। “নতুন কালা চশমা চ্যাম্পিয়ন”।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google