জাস্ট দুনিয়া ডেস্ক: Kolkata Football: নয়া শক্তি হিসাবে উঠে আসছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। জি বাংলা কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের সঙ্গে দুরন্ত খেলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব সবার নজর কেড়েছিল। নজর কেড়েছিল আইএফএ শিল্ড ফাইনালে ইউনাইটেডের খেলা। সদ্য শেষ হওয়া কলকাতা লিগে নজর কাড়া ইউনাইটেডের সুব্রত মুর্মুদের প্রিয় ‘দেবরাজ স্যর’ চলে এলেন অন্য ঠিকানায়। ঠিকানা বদলের দিন পয়লা বৈশাখ ১৪২৯।
পবিত্র দিনে ১০৫ বছরের খিদিরপুর স্পোর্টিং ক্লাব এ বারের বারপুজোয় যেন নিজেদের পুনরুত্থানের কাহিনিরও শুরু করল। গত মরসুমে লিগে সবার শেষে থাকা খিদিরপুর এ বার নতুন উদ্যমে।
পয়লা বৈশাখের শুভ ক্ষণে খিদিরপুর স্পোর্টিং আসন্ন মরসুমের জন্য হেড কোচ হিসেবে নিযুক্ত করল দেবরাজ চট্টোপাধ্যায়কে। যিনি এক সময়ে প্রিমিয়ার বি দল পাঠচক্রের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ম্যানেজমেন্টের দায়িত্বে এসেছেন লাইফলাইন মেডিকোর আকাশ দাস, যিনি ইতিমধ্যে ময়দানে তরুণ মুখ হিসাবে পরিচিত। এ ছাড়া সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন শিবেন সরকার।
তবে শুধু কোচ ও ম্যানেজমেন্ট নয়, ফুটবলার বাছাইয়েও বড় চমক দিয়েছে খিদিরপুর। এফসি গোয়া ও এসসি ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার রোমিও ফার্নান্ডেজ যোগ দিয়েছেন খিদিরপুরে। এ ছাড়া গোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার ইরফান খান, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতীয় দলে থাকা গুরমিত সিংকে ইতিমধ্যেই সই করানোর পথে এগিয়ে রয়েছে।
আগামী ১ মে থেকে অনুশীলনে নামবে খিদিরপুর। প্রিমিয়ার ডিভিশনে নয়া চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী আকাশ, দেবরাজ। মূলত পজেশনাল ফুটবলেই জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। গত মরসুমে খারাপ পারফর্ম্যান্সকে ভুলে এ বার আরও ভাল খেলার অঙ্গীকার নিয়েছে খিদিরপুর। সেই সঙ্গে আকাশের লক্ষ্য কলকাতার চতুর্থ প্রধান হয়ে ওঠা। কলকাতা লিগ নয়, লক্ষ্য আই লিগ। ময়দান মার্কেটের পাশের তাঁবুতে এই আওয়াজই শোনা যাচ্ছে জোরালো ভাবে। বর্ষীয়ান ফুটবল সচিব অমিতাভ বিশ্বাস আজ যেন অনেকটাই মুক্ত। দীর্ঘ দিন ক্লাব করা মানুষটি নতুন প্রজন্মের উপর ভরসা রাখছেন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)