জাস্ট দুনিয়া ডেস্ক: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে স্লো ওভাররেটের জন্য ১২ লাখ টাকার জরিমানা হল লোকেশ রাহুলের। রাহুল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। বুধবার এই ম্যাচে রাজস্থানকে ১০ রানে হারিয়ে দেয় লখনউ। তার পরই এল এই বার্তা। আইপিএল-এর তরফে এক বার্তায় বলা হয়, ‘‘এটা যেহেতু এ দলের আইপিএল-এ প্রথম নিয়ম বহির্ভূত অপরাধ মন্থর ওভাররেটের সে কারড়ে রাহুলকে ১২ লাখ টাকা জরিমানা করা হল।’’
আইপিএল-এর নিয়ম অনুযায়ী ম্যাচ তিন ঘণ্টা ২০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। কিন্তু স্লো ওভাররেটের জন্য ম্যাচ চার ঘণ্টার বেশি সময় পেড়িয়ে যাচ্ছে।
এই ম্যাচে লখনউয়ের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন কেইল মেয়ার্স। লখনউ শেষ করে সাত উইকেটে ১৫৪ রানে। জবাবে ২০ ওভারে ছয় উইকেটে ১৪৪ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। লখনউয়ের হয়ে আবেশ খান তিন উইকেট তুলে নেন। তবে লখনউয়ের জয়ের আনন্দে বড় ধাক্কা অধিনায়কের জরিমানা।
২২ এপ্রিল গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে লখনউ।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে