বিয়ের আসরে মেহেদি হাসান, ভয়ঙ্কর ঘটনার স্মৃতি ভুলে নতুন জীবনে পা

বিয়ের আসরে মেহেদি হাসানবিয়ে সেরে ফেললেন মেহেদি হাসান। ছবি: মেহেদির ফেসবুক থেকে

জাস্ট দুনিয়া ডেস্ক: বিয়ের আসরে মেহেদি হাসান ।  সদ্য ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রাণ হাতে করে ফিরতে হয়েছে তাঁদের। নিউজিল্যান্ডের মসজিদে বন্দুকবাজের হামলায় যেখানে ৪৯ জনের মৃত্যু হয়েছে সেখানেই সেই সময় পৌঁছে গিয়েছিল গোটা বাংলাদেশ দলের ১৭জন সদস্য। কিন্তু মসজিদ থেকে কয়েক মিটার দূরেই থামতে হয় তাদের। তখন মসজিদের মধ্যে চলছে বন্দুকবাজের তান্ডব। রক্তাক্ত অবস্থায় ছুটে বেরিয়ে এসে কেউ লুটিয়ে পড়ছেন মাটিতে।

মেহেদি তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘‘আজ আমি আমার জীবনে নতুন পথ চলা শুরু করছি। আমার নতুন শুরুর জন্য আমার শুভচিন্তক ও ফ্যানদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই। আল্লা আমাদের উপর তার আশীর্বাদ রাখুক।’’

বাসের মধ্যে থেকে এই সব দৃশ্য দেখে অনেকেই নেমে তাদের সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু কারও কারও উপস্থিত বুদ্ধিতে নিজেদের আর বিপদের মধ্যে ঢেলে দেননি তাঁরা। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় স্টেডিয়ামে।

পরের দিনের ম্যাচ বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট নিউজিল্যান্ডও তাদের সেই সিদ্ধান্ত সমর্থন জানায়। ক্রাইস্টচার্চে সেই ভয়ঙ্কর স্মৃতি নিয়ে দেশে ফিরে বিবাহ বন্ধ‌নে আবদ্ধ হয়েছেন‌ অফ-স্পিনার মেহেদি হাসান।

বৃহস্পতিবারই তিনি ঘোষণা করেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী রাবেয়া আখতারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে‌ন তিনি। খুলনায় বিয়ের আসর বসেছিল এই ক্রিকেটারের।

মেহেদি তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘‘আজ আমি আমার জীবনে নতুন পথ চলা শুরু করছি। আমার নতুন শুরুর জন্য আমার শুভচিন্তক ও ফ্যানদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই। আল্লা আমাদের উপর তার আশীর্বাদ রাখুক।’’

শুধু তিনি নন, শুক্রবার বিয়ের আসরে বসেছেন, মুস্তাফিজুর রহমান। তাঁর স্ত্রী সামিয়া পারভিন শিমু সাইকোলজির ছাত্রী। তাঁরা তাঁদের গ্রামের বাড়িতে বিয়ে সারেন।

মুস্তাফিজুরের ভাই মাহফজুর রহমান বলেন, ‘‘আমরা বিয়ের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। নতুন জীবনে ঢুকে সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি থেকে যাতে বেরতে পারে । আমরা ওর জন্য খুব খুশি।’’

বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছেছিল শেষ যেস্ট খেলতে। শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। শুক্রবার নামাজ পড়তে মসজিদে যান দলের ১৭ জন। তার পরই এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকতে হয় তাঁদের। এই ঘটনায় পাঁচ বাংলাদেশী নাগরিকেরও মৃত্যু হয়েছে।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)