জাস্ট দুনিয়া ডেস্ক: মীরাবাই চানু তাঁর প্রতিশ্রুতি রাখলেন। কমনওয়েলথ গেমস ২০২২-এ (CWG 2022 India) ভারতের জন্য প্রথম স্বর্ণপদক জিতে নিলেন তিনি৷ চানু, ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তাঁর প্রথম লিফটের সঙ্গেই তাঁর সমস্ত প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে গিয়েছিলেন। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে জিতে ভারতকে প্রথম সোনা এনে দিলেন তিনি।
দিনের শুরুতে সংঙ্কেত সরগর রুপো এবং গুরুরাজা ব্রোঞ্জ দেওয়ার পরে এটি ছিল ভারতের তৃতীয় পদক। সব পদকই এর ভারোত্তলনে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google