জাস্ট দুনিয়া ডেস্ক: ২০২২ কমনওয়েলথ গেমসে পদকের খাতা খুলল ভারত। দ্বিতীয় (CWG 2022 Day 2) দিনই এই সাফল্য এল ভারতের ঘরে। পুরুষদের ভারোত্তলনের ৫৫ কেজি বিভাগে রুপো জিতে নিলেন সঙ্কেত সারগর। সোনাও হয়তো জিততে পারতেন। কিন্তু ফাইনাল মাচে চোট পাওয়ায় কিছুটা পিছিয়ে পড়েন। নিজের সেরাটা না দিতে পারার কারণেই রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। দ্বিতীয়বার ওজন তুলতে গিয়েই কনুইয়ে চোট পান। ব্যথা নিয়েই ক্লিন অ্যান্ড জার্কে ১৩৮ কেজি তোলেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ১৪১ কেজি তুলতে গেলেও সাফল্য আসেনি।
সোনা না পেলেও তাঁর এই সাফল্যকে কোনওভাবেই ছোট করে দেখা হচ্ছে না। এদিন ভারোত্তলনে আরও কিছু পদক আসার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছেন মীরাবাঈ চানু, পি গুরুরাজের মতো তারকারা।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google