জাস্ট দুনিয়া ডেস্ক: তাঁর ক্যারিশমায় যে একটুও জং ধরেনি তা বার বার প্রমাণ করেছেন তিনি। তবুও বহু আগে থেকেই তাঁকে ঘিরে অবসরের প্রসঙ্গ উঠে এসেছে। কখনও সেটা স্টেপ আউট করে বাইরে পাঠিয়েছেন আবার কখনও ডট বলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। কিন্তু সে সব মাঠের বাইরের কথা। মাঠের মধ্যে তিনি এখনও মিস্টার কুল। সে নামের পাশে ক্যাপ্টেন থাকুক আর না থাকুক। তাই জাতীয় দলের জার্সি খুলে রাখার কয়েক বছর পরেও তিনি যখন ব্যাট হাতে নেটে নামেন তখন বেরিয়ে আসে এমনই সব দুরন্ত শট।
আইপিএল শুরু হতে এখনও দেড়ি আছে।তবে নিজেকে ফিট রাখতে এমএস ধোনি সব সময়ই তৎপড়। তাই নেমে পড়েছিলেন নেটে। এবার তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এদিন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন তিনি। আর সেখানেই দেখা গেল তাঁর সিগনেচার সেই স্ট্রেট ফুটে বিশাল ছক্কা। এক স্পিনারকে স্টেপ আউট করে যখন তিনি ব্যাট চালালেন তখন গোটা মাঠ তাকিয়ে আকাশের দিকে। আর তার হেলিকপ্টার শটের কথা তো সকলেরই জানা। তাও হয়তো যে কোনও দিন দেখা যাবে এই অনুশীলনের মাঠেই।
দেখুন এদিনের ছক্কার ভিডিও—
MS Dhoni smashing 6s during today’s practice session! #Dhoni #IPL2023 #CSK @msdhoni pic.twitter.com/ZiVROmMVs4
— MS Dhoni Fans Official (@msdfansofficial) January 30, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google