জাস্ট দুনিয়া ডেস্ক: এমএস ধোনি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তাঁর প্রস্তুতি নিয়ে চূড়ান্ত ব্যস্ত কিন্তু হঠাৎই সব ছেড়ে তাঁকে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের ডাগ আউটে। আসলে সেই ভেন্যুতেই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলা হবে। তাই আর প্রিয় ভারতীয় দলের সতীর্থদের থেকে দূরে থাকতে পারলেন না। সটান হাজির হলেন সেখানে। ডাগ আউটে বসে দেখলেন তাঁর হাতে প্রায় তৈরি দলের অধিনায়ক। চেন্নাইয়ের স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডও এটিই। চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল হ্যান্ডেল ডাগআউটে বসে থাকা ধোনির একটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ম্যায় পল দো পল কা শায়ের হু।’’
এমএস ধোনি অবসর ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছিল বলিউডের এই বিখ্যাত গান। এদিন সেই স্মৃতিকেই আরও একবার উসকে দিল সিএসকে। ভারতীয় দলের মতো একদিন হঠাৎ করেই হয়তো তিনি আইপিএল-কেও বিদায় জানাবেন। তবে এই বছরই তিনি ছাড়বেন বলে যে রটনা চলছিল তেমনটা হচ্ছে না। বরং এই বছর তিনি খেলবেন বলেই জানিয়ে দিয়েছেন। বিশেষ করে ঘরের মাঠে।
দেখুন সেই ছবি:
Main pal do pal ka shayar hoon…
🥺🇮🇳 pic.twitter.com/fjL69MaBkE— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google