জাস্ট দুনিয়া ডেস্ক: যেখানেই মেসি যান, ভক্তরা তাঁর পিছু নেন। এটা সব থেকে বড় সত্য। সম্প্রতি এমনই ঘটনা ঘটল। বিশ্বকাপের পর ফ্রান্সেরই ক্লাব প্যারিস সাঁ জার সঙ্গে ছিলেন। তবে আবার ফিরতে হয়েছে দেশের জন্য। সামনে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ। তার আগে কিছুটা সময় নিজের পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। সেই মতই পৌঁছে গিয়েছিলেন রেস্তোঁরায়। সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গেই ভিড় জমতে শুরু করে সেই রেস্তোঁরার বাইরে।
স্থানীয় একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন মেসি। যেখানে প্রায় চার হাজার আর্জেন্তিনিও মানুষ থাকেন। তবে যে মেসিকে দেখতে শুধুই আর্জেন্তিনিওরা হাজির হয়েছিলেন তেমন নয়। বরং দেশ,বিদেশ নির্বিশেষে ভিড় করেছিলেন মেসি ভক্তরা। সেই ভিড়ের ভিডিও ততটাই দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভক্তদের ভিড় থেকে বাঁচতে নিরাপত্তারক্ষীদের সাহায্য নিতে হয় মেসিকে। আর্জেন্তিনিও সাংবাদিক রয় নেমার,যিনি আর্জেন্তিনা দলের সঙ্গেই ঘোরেন বেশিরভাগ সময়, তাঁর তথ্য অনুযায়ী আর্জেন্তিনার ডন জুলি রেস্টুরেন্টে গিয়েছিলেন মেসি। ভিডিওতে দেখা যাচ্ছে সেখান থেকে মেসিকে বের করে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google