জাস্ট দুনিয়া ডেস্ক: Ballon d’Or 2022-এ নেই মেসি, এটা এখন যেন ভাবতে অদ্ভুত লাগে। কিন্তু এবার তেমনটাই হতে চলেছে। বিশ্ব ফুটবলের সেরা পুরস্কারের মঞ্চে দেখা যাবে না লিওনেল মেসিকে। নিন্দুকেরা বলছেন বার্সেলোনা ছাড়ার –এর খেসারত দিতে হল তাঁকে। পাশাপাশি বার্সা ছেড়ে প্যারি সাঁ-জা-তে যোগ দেওয়ার পর মেসি ম্যাজিক দেখা যায়নি। গত বছরও এই পুরস্কার জিতেছিলেন মেসিই। ২০০৬-এ প্রথম মনোনিত হন তিনি। ২০০৭ থেকে একমাত্র ২০১৮ বাদ দিলে মেসিকে সেরা তিনেই দেখা গিয়েছে প্রতিবছরই। এবার মনোনয়ন থেকেই বাদ পড়ে গেলেন।
তবে, Ballon d’Or 2022-এর নিয়মেও বদল করা হয়েছে। সেটাও মেসির তালিকায় না থাকার পিছনে কাজ করছে। আগে সারা বছরে যাঁরা ভাল খেলেছেন তাঁদের বেছে নেওয়া হত। এবার সেটা বদলে গোটা মরসুমের রেকর্ড ও ব্যক্তিগত পারফর্মেন্সের সঙ্গে দেখা হয় আকর্ষণীয় চরিত্র।
২০২১-এ বার্সেলোনা ছাড়ার পর মেসি নিজের সেরাটা দিতে পারেননি। পিএসজি-তে মেসি মোট ১১টি গোল করেছেন। শুধু মেসি নন পিএসজি-র আরও এক তারকা ফুটবলার নেইমারও ব্যালন ডি’ওর-এ মনোনয়ন পাননি। নেইমার ২৮ ম্যাচে ১৩ গোল করেছেন। আগামী ১৭ অক্টোবর বেছে নেওয়া হবে এই বছরের ব্যালন ডি’ওর। পুরস্কার পাওয়ার দিকে সবার থেকে এগিয়ে রয়েছেন করিম বেঞ্জিমা। রিয়েল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করার পাশাপাশি ১৫ গোল করেছেন।
2022 ব্যালন ডি’অর মনোনীতরা: থিবাউট কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), মোহাম্মদ সালাহ (লিভারপুল), রাফায়েল লিও (এসি মিলান), ক্রিস্টোফার কুনকু (আরবি লিপজিগ), জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), বার্নার্ডো সিলভা (ম্যানচেস্টার সিটি), লুইস দিয়াজ (লিভারপুল), রবার্ট লেওয়ানডস্কি (বার্সেলোনা), রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), হিউং-মিন সন (টটেনহ্যাম),ফ্যাবিনহো (লিভারপুল), করিম বেনজিমা (রিয়াল মাদ্রিদ), মাইক ম্যাগনান (এসি মিলান), হ্যারি কেন (টটেনহাম), ডারউইন নুনেজ (লিভারপুল), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), সাদিও মানে (বায়ার্ন মিউনিখ), সেবাস্তিয়ান হ্যালার (বরুশিয়া ডর্টমুন্ড), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যানচেস্টার ইউনাইটেড), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), দুসান ভ্যালহোভিচ (জুভেন্টাস), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি), এরলিং হ্যাল্যান্ড (ম্যানচেস্টার সিটি), কাইলিয়ান এমবাপে (প্যারিস সেন্ট জার্মেইন)।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google