জাস্ট দুনিয়া ডেস্ক: CWG 2022 Indian Contingent-এর দুরন্ত সাফল্য দেশকে গৌরবান্বিত করেছে। ভারতের ঝুলিতে জমাপড়েছে ২২টি সোনা, ১৫টি রুপো ও২৩টি ব্রোঞ্জ পদক। মোট ৬১টি পদক নিয়ে চতুর্থ স্থানে এই বছরের কমনওয়েলথ গেমস শেষ করেছে ভারত। একগুচ্ছ সাফল্য নিয়ে বেশ কয়েকদিন আগেই দেশে ফিরে এসেছেন সকলে। শনিবার তাঁদের সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বাড়িতেই বসেছিল এই আসর। সেখানে প্রত্যেকের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘‘আমি খুশি যে তোমরা সকলে নিজেদের ব্যস্ততা থেকে সময় বের করে আমার সঙ্গে দেখা করতে এসেছ।’’ তিনি বলেন, ভারতীয় খেলার সোনার সময় শুরু হয়েছে। দেখে নিন সেই অনুষ্ঠানের ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google