জাস্ট দুনিয়া ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির আসর এবার বসতে চলেছে ভারতের মাটিতে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই টেস্ট সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচ নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে৷ ভারতের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হয়েই এসেছে অস্ট্রেলিয়া। বেশ কিছুদিন ধরে হুমকি পাল্টা হুমকিতে আগে থেকেই সরগরম হয়ে রয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির আসর। কিন্তু শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া দল। তাদের যে পিচ অনুশীলনের জন্য দেওয়া হয়েছে তা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় দল। সেই পচের জরাজীর্ণ ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেটের তরফেও সেই পিচের ছবি টুইট করা হয়েছে।
আলুরের মূল মাঠের মাঝখানে তিনটি পিচ অনুশীলনের জন্য স্থানীয় কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা প্রস্তুত করা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়াকে যে পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে তার অবস্থা বেশ শোচনীয়। ছবিতে দেখা যাচ্ছে পিচের মাঝে বিভিন্ন জায়গার মাটি উঠে গিয়েছে। বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে পিচ। স্পিন অনুশীলনের জন্য এই পিচকে ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আশঙ্কা করা হচ্ছে ম্যাচের জন্যও এমন পিচ দেওয়া হবে।
দেখুন সেই পিচের ছবি—
Training pitches of Australia in Alur ahead of the Test series. (Source – Cricket Australia) pic.twitter.com/V4Xif64MLB
— Johns. (@CricCrazyJohns) February 3, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google