৯ অক্টোবর, বৃহস্পতিবার কালাংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ( AFC Asian Cup Qualifier) সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১০ জনের ভারতীয় ফুটবল দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সন্দেশ ঝিঙ্গান মাঠ ছাড়ার পর খালিদ জামিলের দলের হয়ে রহিম আলি সমতাসূচক গোলটি করেন। আয়োজকরা খেলার বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করেও শেষে জিততে ব্যর্থ হয়।
বৃহস্পতিবার ড্রয়ের ফলে, ভারত তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। তিন ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর টেবিলের শীর্ষে রয়েছে। প্রথমার্ধের শেষের দিকে ইখসান ফান্ডির গোলে এগিয়ে গিয়েছিল সিঙ্গাপুর। ফান্ডি দিনের শেষ পর্যন্ত ভারতকে চাপে রাখলেও তাদের লিড বাড়াতে পারেননি।
সিঙ্গাপুর শুরু থেকেই সামনের আক্রমণাত্মক ফুটবল খেলছিল যে কারণে পুরো ম্যাচেই ভারতকে রক্ষণে ব্যস্ত থাকতে হয়। ১১ মিনিটে আয়োজকদের সামনে দুর্দান্ত সুযোগ এসেছিল যখন আনোয়ার ব্যাক-পোস্টে ছিলেন কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় সিঙ্গাপুর। তিন মিনিট পর, লিস্টন কোলাসো রাহুল ভেকের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেন, কিন্তু ভারতীয় ডিফেন্ডার তা কাজে লাগাতে ব্যর্থ হন। ২০ মিনিটে ঝিঙ্গান একটি নিয়ম বহির্ভূত ফাউল করে বসেন। দ্বিতীয়ার্ধে আরও খারাপ ট্যাকল তাঁকে মাঠ ছাড়তে বাধ্য করে।
তবে আয়োজকরা ১০ জনের ভারতের অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি। ফান্ডি ৬৫ মিনিটে একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া করেন। ১২ মিনিট পর গুরপ্রীত দু’টি সেভ করে ভারতকে বিপদ থেকে রক্ষা করেন। ৭৯ মিনিটে, সুনীল ছেত্রী এবং ছাংতেকে তুলে খালিদ জামিল মাঠে নামান উদান্ত সিং এবং রহিম আলিকে।
যার ফলে খেলায় গতি বাড়ে সঙ্গে সিঙ্গাপুরকে চাপে রাখতেও সক্ষম হয় ভারত। আর তখনই ভুল করে ফেলে আয়োজক দল। এমাভিওয়ে তাঁর দলের গোলকিপারের উদ্দেশে একটি ব্যাকপাস করেন কিন্তু মাঝ খান থেকে তার দখল নিয়ে নেন রহিম আলি এবং সুযোগ বুঝে তা ফাঁকা গোলে ঢুকিয়ে দেন।
সিঙ্গাপুর জয়ের জন্য চাপ দেওয়ার চেষ্টা করে কিন্তু আনোয়ার দু’বার স্টপেজ টাইমে তাদের গোলের সুযোগকে কাজে লাগাতে দেননি এবং ভারতীয় রক্ষণের বেশ কিছু দুরন্ত সেভ ভারতকে ড্র করতে সাহায্য করে এবং ভারত পয়েন্ট নিয়ে শেষ করতে সক্ষম হয়। ১৪ অক্টোবর গোয়ায় আবারও ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়াই লক্ষ্য থাকবে।
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এ খেলার আশা ধরে রাখতে ভারতকে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google