জাস্ট দুনিয়া ডেস্ক: একদিনের ক্রিকেট ক্রমশ বোরিং হয়ে যাচ্ছে বলেই মনে করেন সচিন তেন্ডুলকর। যে কারণে এবার তার নিয়মে বদল আনার বিষয়ে প্রশ্ন তুললেন তিনি। এক অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার সময় তা নিয়ে তাঁর বিস্তারিত মতামতও জানালেন। তিনি বলেন, ‘‘ওয়ান ডে খেলা ক্রমশ বোরিং হয়ে যাচ্ছে। আমি দুটো বিষয়ে বলতে চাই। এক, ওয়ান ডে ফর্ম্যাট এবং দুই, তার খেলার ধরন। এই মুহূর্তে ওয়ান ডে খেলা হয় দুটো নতুন বলে যার ফলে রিভার্স সুইং বন্ধ হয়ে গিয়েছে। কারণ, খেলা যখন ৪০ ওভারে পৌঁছয় তখন বলটা ততটা পুরনো থাকে না। তা মাত্র ২০ ওভারের পুরনো থাকে।’’
আর এক দিক দিয়ে হকি ফর্ম্যাটকে ব্যবহার করতে বলেছেন সচিন। যদিও তিনি হকির কথা বলেননি। তিনি বলেছেন, একদিনের ক্রিকেটকে চারভাবে ভাগ করতে। ২৫-২৫ ওভারে ভাগ করার কথা বলছেন তিনি। সচিন টেস্ট ক্রিকেটের উদাহরণ টেনে বলেন, ‘‘টেস্ট ক্রিকেটের মতো এক্ষেত্রেও ম্যাচকে চার ভাগ করতে হবে। টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট নিতে হয় সেখানে একদিনের ক্রিকেটে নিতে হবে ১০ উইকেট। আর সেই ১০ উইকেট হারিয়ে ফেললে প্রথম ২৫ ওভারের মধ্যে তাহলে পরের ২৫ ওভারে আর ব্যাট করতে পারবে না।’’
শ্রীলঙ্কায় তাঁদের একটি খেলার উদাহরণ টেনে বোঝানোর চেষ্টা করেছেন সচিন তেন্ডুলকর। তিনি জানিয়েছেন, ১১৮ ওভার খেলা সত্ত্বেও ম্যাচের কোনও ফল হয়নি। তিনি আরও বলেন, ওয়ান ডে বর্তমান ফর্ম্যাটে স্পিনাররা অসন্তুষ্ট। তিনি সেটা স্পিনারদের সঙ্গে কথা বলেই জানতে পেরেছেন বলেও জানান। সেক্ষেত্রে তিনি বুঝতে পেরেছেন, স্পিনাররা হাত খুলে বল করতে পারেন না কিছুটা যেন আটকে থাকতে হয়। এবার দেখার মাস্টার ব্লাস্টারের এহেন মতামত আইসিসি-কে ভাবাতে সক্ষম হয় কিনা।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google