Stephen Constantine নেমে পড়লেন নতুন দলের অনুশীলনে

Stephen Constantine

জাস্ট দুনিয়া ব্যুরো: এক সময় ভারতীয় দলের রাগী কোচ। মাঝে একবার শোনা গিয়েছিল মোহনবাগানে আসতে পারেন তিনি। তাও অনেককাল আগের কথা। তবে সেটা না হলেও শেষ পর্যন্ত আবার ভারতীয় ফুটবলে ফিরলেন স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। এবার ইস্টবেঙ্গলের জার্সিতে। আগেই ক্লাবের সঙ্গে যোগ দিয়েছিলেন কোচ বিনো জর্জ। দুই কোচ মিলে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের ভাগ্য ফেরাতে। একদিন আগেই ইস্টবেঙ্গলের কোচ হিসেবে চুক্তি সাক্ষরীত করেছে ইমামি গ্রুপ। আপাত দৃষ্টিতে সব কিছু সঠিক পথেই এগোচ্ছে। ঘোষণা করে দেওয়া হয়েছে ১৩ জন ভারতীয় ফুটবলারের নামও।

বৃহস্পতিবার সকালেই কলকাতায় পৌঁছন স্টিফেন কনস্টানটাইন। এদিনই বিকেলে বিনো জর্জের কোচিংয়ে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করছে ইস্টবেঙ্গল। সেখানে অনুশীলনে যোগ দেন তিনি। এবার কি তাহলে গুছিয়েই আইএসএল-টা খেলতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। প্রাথমিকভাবে দেখে তেমনটাই মনে হচ্ছে। তবে ক্লাব-স্পনসর সম্পর্কের ইতিহাস ভেবে আতঙ্কে রয়েছেন সমর্থকরা।

Stephen Constantine

 

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle