জাস্ট দুনিয়া ডেস্ক: স্টিভ স্মিথ খেলবেন মিচেল স্টার্কের বিরুদ্ধে! ডেভিড ওয়ার্নার সামলাবেন নাথান লায়নকে! সে আবার কী? ১ আগস্ট থেকে শুরু অ্যাশেজ সিরিজ। দল ঘোষণার আগে নিজেদের তৈরি করার নতুন উপায় নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহে সাদামটনে চার দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার প্লেয়াররা দু’দলে ভাগ হয়ে।
দ’দলের অধিনায়ক হলেন টিম পেইন এবং ট্রেভিস হেড। কোচ হলেন গ্রেম হিক ও ব্র্যাড হ্যাডিন। প্যাট কামিন্স মনে করেন, ‘এই ম্যাচ খেলে দু’দলের প্লেয়াররাই উত্তেজিত ও রোমাঞ্চিত হবে। আসলে, এই ধরনের ম্যাচ তো সচারচর হয় না। ফলে, প্লেয়ারদের অহংবোধেরও পরীক্ষা হবে। এর আগে টি২০–তে স্মিথের বিরুদ্ধে খেলেছি। তবে এরকম কোনও ম্যাচে খেলিনি।’
নিজে এই ম্যাচটাকে কীভাবে দেখছেন? কামিন্সের কথায়, ‘টেস্ট ম্যাচের জন্য একশো শতাংশ নিজেকে তৈরি করে নিতে চাই। গত কয়েকমাস প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলিনি। দীর্ঘ স্পেলে বল করা, বল সুইং করা এবং ব্যাটসম্যানকে আউট করার ব্যাপারটা আরও বেশি করে রপ্ত করতে চাই। যাদের বিরুদ্ধে এই ম্যাচটা খেলব, ইংল্যান্ডের প্লেয়ারদের মতোই তারা ভয়ঙ্কর। ফলে, ব্যাটসম্যানদের আউট করতে গেলে আমাদের ভাবতে হবে। সবাই দুরন্ত ছন্দে আছে। ফলে, লড়াইটা জমবে।’
গ্রেম হিক একাদশ: জো বার্নস, ক্যামেরন ব্যানক্রফ্ট, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক), মিচেল নিসের, জেমস প্যাটিনসন, জ্যাকসন বার্ড, ক্রিস ট্রিমেন, নাথান লায়ন।
ব্র্যাড হ্যাডিন একাদশ: ডেভিড ওয়ার্নার,মার্কস হ্যারিস, কুর্টিস প্যাটারসন, ট্রেভিস হেড, মার্নাস লাবুস্কান, উইল পুকোভস্কি, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড, জন হল্যান্ড।
(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)