লিওনেল মেসিকে টপকে গেলেন সুনীল ছেত্রী, তিনি খুশি দেশকে জিতিয়েই

লিওনেল মেসিকে টপকেছবি—ইন্ডিয়ান ফুটবল টিমের টুইটার থেকে।

জাস্ট দুনিয়া ডেস্ক: লিওনেল মেসিকে টপকে নয়, ভারতকে জিতিয়ে বেশি খুশি ও তৃপ্ত সুনীল ছেত্রী। সোমবার রাতে দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পর সে রকমই জানালেন ভারত অধিনায়ক। এই ম্যাচে দুটি গোলই করেন সুনীল। প্রথমটি ৭৯ মিনিটে হেড করে ও দ্বিতীয়টি স্টপেজ টাইমে। এই দুই গোল ছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৭৩ ও ৭৪তম। আর্জেন্তিনার হয়ে লিওনেল মেসির গোলসংখ্যা ৭২ ও সংযুক্ত আরব আমিরশাহীর আলি মবখৌত এ পর্যন্ত ৭৩ গোল করেছেন। এই দুজনকেই টপকে এ দিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনে এসে দাঁড়ালেন ভারতীয় তারকা। সোজা কথায় বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের দিক থেকে এখন রোনাল্ডোর পরেই ভারতের সুনীল ছেত্রী। রোনাল্ডোর (১০৩) সঙ্গে অবশ্য তাঁর দূরত্ব অনেকটাই। কিন্তু ভারতীয় ফুটবলার হিসেবে এটাই বা কি কম বড় সম্মান?

এত বড় সাফল্য অর্জন করেও কোনও বিশেষ প্রতিক্রিয়া নেই ৩৬ বছর বয়সি এই তারকার। ১৬ বছর ধরে ভারতের হয়ে মাঠে নামার পর তাঁর গোলের সংখ্যার প্রসঙ্গ তুলতেই সুনীল সোমবার এআইএফএফ মিডিয়াকে বলেন, আপনারাই জানেন (কত গোল), আমি জানি না। দল জিতেছে, এতেই আমি খুশি

এর আগের ১১টি ম্যাচে জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। অবশেষে ১২ নম্বর ম্যাচে জয় এল। বিশ্বকাপ বাছাই পর্বে ২০ বছর পরে কোনও অ্যাওয়ে ম্যাচ জিতল ভারত। এ বারের বাছাই পর্বেও এই প্রথম জয় তাদের। এ সব পরিসংখ্যান নিয়ে অবশ্য ভাবেনই না সুনীল। বললেন, আমি এ সব জানতামই না। ম্যাচটা জিতে ভাল লাগছে। এ বারের বাছাই পর্বে খুব ওঠা-নামা চলছে। আমার মনে হয়, আমরা বরাবর ভাল পারফরম্যান্সই দেখিয়ে আসছি। কিন্তু তাতে কোনও ফল হয়নি। যাই হোক, অবশেষে যে তিনটি পয়েন্ট অর্জন করতে পেরেছি, এটাই ভাল


সোমবারের ম্যাচে যে আরও ভাল খেলতে পারতেন তাঁরা, তা স্বীকার করে নিয়েই সুনীল বলেন, মাঝে মাঝে পরিস্থিতি এত কঠিন হয়ে ওঠে যে, হতাশ লাগছিল। অনেক সুযোগ নষ্ট করেছি আমরা। আরও ভাল খেলতে পারতাম আমরা। তবে শেষে তিন পয়েন্ট যে এসেছে, এতেই আমরা খুশি। এই তিনটে পয়েন্ট খুব দরকার ছিল। একটা জয় সব সময়ই সুখের। একটাও গোল না খাওয়ার জন্যও আমি খুশি

তাঁর দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবল তারকাকে নিয়ে গর্বিত কোচ স্টিমাচ। ম্যাচের পরে মাঠেই তাঁকে বুকে জড়িয়ে ধরেন ক্রোয়েশিয়ান কোচ। পরে সাংবাদিকদের তিনি বলেন, গত বছর অনেকে জিজ্ঞেস করেছিলেন সুনীল ছেত্রী কবে অবসর নেবেকিন্তু সুনীল অবসর নিলে আমাদের কী হবে! এখন পর্যন্ত প্রত্যেক অনুশীলনে ও-ই আমাদের শিবিরের সেরা খেলোয়াড়

সোমবারের ম্যাচ নিয়ে ভারতীয় কোচ বলেন, যে ফুটবলটা খেলা উচিত ছিল, আমরা সেই ফুটবলই খেলেছি। এ ভাবেই আমরা খেলতে চাই। সব সময় তা সম্ভব নয় ঠিকই, কিন্তু ক্রমতালিকায় আমাদের পিছনে থাকা দলের বিরুদ্ধে যখন ফেভারিট হিসেবে নামি, তখন এ ভাবেই আমাদের খেলা উচিত। জয় পাওয়ার জন্য যা যা করা দরকার, আমাদের দলের ছেলেরা, সবই করেছে। পরিকল্পনা অনুযায়ী খেলার জন্য পুরো কৃতিত্ব ওদেরই

বাংলাদেশের বিরুদ্ধে জয় নিয়ে স্টিমাচ আরও বলেন, ক্রমতালিকায় পিছনে থাকা দলের বিরুদ্ধে মাঠে নেমে আক্রমণে ওঠাই হল রক্ষণের সেরা উপায়। বিপক্ষকে বল পেতে দেওয়া যাবে না। ছেলেরা এই ম্যাচে যা করেছে, তা যদি না করত, তা হলে আমরা দ্বিতীয় গোলটা পেতাম না ও বাংলাদেশ হয়তো পাল্টা আমাদের চেপে ধরত। আমার ছেলেদের জন্য আমি গর্বিত। ওরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে লড়েছে। ওরা ভাল শিখছে। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল

(লেখা ইন্ডিয়ান সুপার লিগের ওয়েবসাইট থেকে)

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)