জাস্ট দুনিয়া ডেস্ক: মঙ্গলবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানিয়ে দিলেন সুরেশ রায়না (Suresh Raina)। এর আগে ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তার পরও আইপিএল চালিয়ে গিয়েছেন। কিন্তু এবার যেন তুলেই রাখলেন ব্যাট, প্যাড। তিনি তাঁর টুইট বার্তায় ধন্যবাদ জানিয়েছেন, তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাজি চেন্নাই সুপার কিংস, রাজীব শুক্লা, বিসিসিআই এবং উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।
আন্তর্জাতিক ক্রিকেটকে রায়নার বিদায় জানানোর ঘটনা সাড়া ফেলে দিয়েছিল। কারণ মহেন্দ্র সিং ধোনি টুইট করে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানোর কথা ঘোষণা করার কয়েক মিনিটের মধ্যেই রায়নার ঘোষণা সামনে এসেছিল। ধোনিকে নিয়ে আভাস থাকলেও রায়নাকে নিয়ে ছিল না।
সুরেশ রায়না সব ফর্ম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেই অপরাজিত ইনিংসকেই সরা ধরা হয়। এছাড়া তিনি ১৮টি টেস্ট, ২২৬টি ওডিআই ও ৭৮টি টি২০ ম্যাচে ৮০০০ আন্তর্জাতিক রান করেছেন। দেখে নিন অবসর ঘোষণা করে টুইটে কী লিখলেন সুরেশ রায়না—
It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities 🇮🇳
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 6, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google