জাস্ট দুনিয়া ডেস্ক: টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা মুশকিল। তবে নক-আউটে যে যে দলই যাক না কেন তার পিছনে বড় ভূমিকা থাকবে অস্ট্রেলিয়ার বৃষ্টির। ইতিমধ্যেই চারটে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। শুক্রবার একটিও ম্যাচ শুরু করাই সম্ভব হয়নি। আর এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আফগানিস্তান। দুটো ম্যাচ বাতিল হয়ে গিয়েছে তাদের। এ ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের একটি করে ম্যাচ বাতিল হয়েছে। এইঅবস্থায় সকলেই এক পয়েন্ট করে পেয়েছে। তাতে রীতিমতো কঠিন পরিস্থিতি গ্রুপ পর্বের। দেখে নেওয়া যাক কোন গ্রুপের কী অবস্থা—
গ্রুপ ১
নিউজিল্যান্ড— ম্যাচ ৩, জয় ২, হার ০, ড্র ০, পরিত্যক্ত ১, পয়েন্ট ৫ ইংল্যান্ড— ম্যাচ ৩, জয় ১, হার ১, ড্র ০, পরিত্যক্ত ১, পয়েন্ট ৩ আয়ারল্যান্ড— ম্যাচ ৩, জয় ১, হার ১, ড্র ০, পরিত্যক্ত ১, পয়েন্ট ৩ অস্ট্রেলিয়া— ম্যাচ ৩, জয় ১, হার ১, ড্র ০, পরিত্যক্ত ১, পয়েন্ট ৩ শ্রীলঙ্কা— ম্যাচ ৩, জয় ১, হার ১, ড্র ০, পরিত্যক্ত ০, পয়েন্ট ২ আফগানিস্তান— ম্যাচ ৩, জয় ০, হার ১, ড্র ০, পরিত্যক্ত ১, পয়েন্ট ২
গ্রুপ ২
ভারত — ম্যাচ ২, জয় ২, হার ০, ড্র ০, পরিত্যক্ত ০, পয়েন্ট ৪ দক্ষিণ আফ্রিকা— ম্যাচ ২, জয় ১, হার ০, ড্র ০, পরিত্যক্ত ১, পয়েন্ট ৩ জিম্বাবোয়ে— ম্যাচ ২, জয় ১, হার ০, ড্র ০, পরিত্যক্ত ১, পয়েন্ট ৩ বাংলাদেশ— ম্যাচ ২, জয় ১, হার ১, ড্র ০, পরিত্যক্ত ০, পয়েন্ট ২ পাকিস্তান— ম্যাচ ২, জয় ০, হার ২, ড্র ০, পরিত্যক্ত ০, পয়েন্ট ০ নেদারল্যান্ডস— ম্যাচ ২, জয় ০, হার ২, ড্র ০, পরিত্যক্ত ০, পয়েন্ট ০
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google