IPL 2025: কোভিড-১৯ সংক্রমণ নিয়েই ভারতে আসছেন এই ক্রিকেটার

IPL 2025ত্রাভিস হেড

IPL 2025-এ এবার কোভিডের হানা। গত কয়েকমাসে এশিয়ার বিভিন্ন দেশে যে কোভিডের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে তারই প্রভাব পড়ল ক্রিকেটেও। অতীতে কোভিডের জন্য ক্লোজডোর টুর্নামেন্টও হয়েছে। সে সব এখন অতীত। তবে এত বছর পর আবার আইপিএল-এ কোভিড আক্রমণ। সোমবার লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) ব্যাটসম্যান ট্র্যাভিস হেড। দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন।

তিনি জানান, হেড ম্যাচটি খেলতে পারবেন না কারণ তিনি সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আগামীকাল ভারতে আসছেন। “তিনি কোভিড-১৯-এ আক্রান্ত এবং দুর্ভাগ্যবশত তিনি দলের সঙ্গে ট্র্যাভেল করতে পারবেন না,” ভেট্টোরি সাংবাদিকদের বলেন।


“আমরা আশাবাদী যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে এবং দলে যোগদানের অনুমতি পেলে পরবর্তী ম্যাচে তাকে দলে ফিরে পাবো,” ভেট্টোরি জানান।

গত সপ্তাহে, পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল স্থগিত রাখা হয়েছিল। সোমবার, বিসিসিআই  শনিবার বেঙ্গালুরুতে আইপিএল আবার শুরুর সিদ্ধান্ত নেয়, যদিও শনিবার বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ বৃষ্টির কারণে শুরুই করা যায়নি।

তবে বিশ্ব জুড়ে যে আবার কোভিডোর অশনি সঙ্কেত শোনা যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্প্রতি একটি খবরে প্রকাশ করা হয়েছে, সিঙ্গাপুর ও হংকংয়ে বিপুল পরিমাণে ছড়িয়েছে কোভিড-১৯ সংক্রমণ। চিনেও লাফিয়ে বাড়ছে কোভিড। তার প্রভাব এবার এদেশেও।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle