বিশ্রামে বিরাট-ধোনি, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই

বিশ্রামে বিরাট-ধোনি

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্রামে বিরাট-ধোনি । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের দলে রাখা হল না বিরাট কোহলি ও এমএস ধোনিকে। ধোনিকে রাখা হল না অস্ট্রেলিয়া সফরের টি২০ দলেও। যদিও বিরাট ফিরছেন অস্ট্রেলিয়া সফরেই।  দু’জনকে বিশ্রাম দেওয়া হল। এই দলের সঙ্গে ঘোষণা করা হল অস্ট্রেলিয়া সিরিজের দলও। সেখানে চার ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ তিনটি ওয়ান ডে দলে সুযোগ না পাওয়ায় বিতর্ক উসকে দেওয়া কেদার যাদবকে শেষ দুটো ওয়ান ডে-র জন্য দলে ডেকে নেওয়া হল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা। দলে একমাত্র উইকেট কিপার ঋষভ পন্থ। রোহিত শর্মার জন্য আরও বড় সুখবর হল অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে ফেরানো হল তাঁকে। অস্ট্রেলিয়া সফরে ফিরছেন হার্দিক পাণ্ড্যেও। চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে ফিরছেন পৃথ্বী পাটেল, রোহিত শর্মা ও মুরলী বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে খেলার পর দল থেকে বাদ পড়া মহম্মদ শামিকে ফেরানো হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে। এই তিন দলেই রাখা হয়েছে উমেশ যাদবকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচ কলকাতায় ৪ নভেম্বর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হচ্ছে ২১ নভেম্বর থেকে গাব্বায়।

ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরা ফিরলেন দলে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, মণীষ পাণ্ড্যে, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ (উইকেট-কিপার), ক্রুনাল পাণ্ড্যে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ, উমেশ যাদব, শাহবাদ নাদিম।

অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেস রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমান বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার।

অস্ট্রেলিয়া সফরে টি২০ সিরিজের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ (উইকেট-কিপার), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ড্যে, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, উমেশ যাদব, খলিল আহমেদ।