জাস্ট দুনিয়া ডেস্ক: শ্রীলঙ্কায় গ্রেফতার ভারতীয় । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার ছক তৈরি হয়েছিল এই শ্রীলঙ্কাতেই। অনেক বছর আগের কথা। চেন্নাইয়ের জেলে এখনও বন্দী তার কারিগরেরা। মাঝে মাঝেই তাদেক ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠে আসছে দেশের রাজনীতিতে। তখন আরও একবার তাজা হয়ে যায় রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের সেই ভয়ঙ্কর স্মৃতি। এ বার সেই শ্রীলঙ্কাতেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে হত্যার ছক কষলেন এক ভারতীয়! সেই সন্দেহেই গ্রেফতার করে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে সেই ব্যাক্তিতে। শুক্রবার শ্রীলঙ্কা পুলিশ এই তথ্য জানিয়েছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনাকে হত্যার ছকের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে ভারতীয় মার্সেলি থমাসের। কলম্বো পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা জানিয়েছেন, সেই ব্যাক্তি আপাতত হাসপাতালে ডাক্তারদের রক্ষণাবেক্ষণে রয়েছেন।
গুনাসেকেরা বলেন, ‘‘আদালতের নির্দেশে তাঁকে সেখানকার মেডিক্যাল অফিসাররা দেখেন। সেই থমাসকে মনরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে বলেন। মনরোগ বিশেষজ্ঞ তাঁকে দেখার পর মুলেরিয়াওয়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।’’
সিবিআই বনাম সিবিআই লড়াইয়ে শেষ পর্যন্ত নাক গলালো সরকার
গত মাসের শেষের দিকে গ্রেফতার করা হয়েছিল মার্সেলি থমাসকে। দূর্নিতি বিরোধী বাহিনীর নমল কুমারার অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর দাবি ছিল দেশের প্রেসিডেন্টকে হত্যার ছক কষা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক গোতাভায়া রাজাপক্ষ ও প্রাক্তন প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপক্ষ। এই তিনজনকে খুনের ছক কষার খবর পেয়েই এই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
বুধবার মার্সেলি থমাস আদালতকে জানিয়েছেন, ইনি নির্দোষ, তাঁকে জোড় করে ফাঁসানো হচ্ছে। নমল কুমারা আরও দাবি করেছেন, এই ছকের পিছনের মাস্টার মাইন্ড নাকি ছিলেন টেররিজম ডিপার্টমেন্টের সিনিয়র পুলিশ অফিসার নালাকা সিলভা। এই ব্যাক্তি টেরিজম ইনভেস্টিগেশন ডিভিশনের প্রাক্তন ডিআইজি। যাঁকে সিআইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ৭ নভেম্বর পর্যন্ত তাঁকেজেলে রাখা হবে। যদিও যে রেকর্ডিং শুনে সন্দেহ তৈরি হয়েছে তা থেকে খুনের ছক সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন গুনাসেকেরা। তবে এর মধ্যে বেশকিছু কথোপকথন মুছে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।যে কারণে পরীক্ষর জন্য সেই টেপটি বিদেশে পাঠানো হয়েছে।
গত সপ্তাহেই প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন তাঁর জোট সঙ্গি তাঁকে খুনের ছক কষছেন। এবং তাঁর সঙ্গে গোটাভায়া রাজাপক্ষকেও খুনের ছক রয়েছে। এই পুরো ছকের পিছনে ভারতের ‘র’এর হাত দেখছেন প্রেসিডেন্ট। পরবর্তী সময়ে অবশ্য শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক এই অভিযোগকে মিথ্য বলে ঘোষণা করে। এর পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলেন সংবাদ মাধ্যমে তাঁর খুনের ছক নিয়ে যে ‘র’কে সন্দেহ করার খবর বেরিয়েছে তা পুরোপুরি মিথ্যে।