জাস্ট দুনিয়া ডেস্ক: কিলিয়ান এমবাপের জোড়া গোল এবং লিওনেল মেসির এক গোলে লিগ ওয়ানের শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেই সোমবার ভেলোড্রোমে মার্সেইকে ৩-০ গোলে পরাজিত করল। মেসি, যিনি গত সপ্তাহেই তাঁর দুরন্ত ফ্রিকিকে মন জিতে নিয়েছিলেন। লিলের বিরুদ্ধে ঘরের মাঠে স্টপেজ টাইমে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছিলেন সেদিন। আর এদিন এমবাপেকে বাড়ানো অসাধারণ পাসে ছাঁপিয়ে গেলেন সেই গোলকেও। নেট দুনিয়ার আলোচনার তুঙ্গে এখন এই অ্যাসিস্টই। যার ফলে জোড়া গোল লেখা হয়েছে এমবাপের নামের পাশে।। এমবাপেকে দেওয়া তাঁর নিখুঁত পাসে বোকা বনে গিয়েছিল মার্সেই ব্যাকলাইন। এর সঙ্গেই পিএসজি কেরিয়ারে ২০০ গোলও করে ফেললেন তিনি।
That assist from leo Messi 😳🔥😳 pic.twitter.com/pfYSjlegJk
— bivvvvv (@Bivvvvvvvvvvvvv) February 26, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google