জাস্ট দুনিয়া ডেস্ক: তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য অসাধারণ উদ্যোগ দেখাল বেসিকতাসের ভক্তরা। আন্তালিয়াস্পোরের বিরুদ্ধে রবিবারের ম্যাচের সময় হাজার হাজার খেলনা মাঠে ছুড়ে ফেললেন তাঁরা। তুরস্কের সুপার লিগের যে ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবেই। ৪ মিনিট এবং ১৭ সেকেন্ডের পরে বিরতি দেওয়া হয়েছিল যাতে ভক্তরা উপহারগুলো মাঠে ফেলতে পারে। গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৪.১৭ মিনিটে তুরস্কে প্রথম ভূমিকম্প আঘাত হানে।
বেসিকতাস ক্লাবের এক বার্তায় বলেছে, “আমাদের অনুরাগীরা ভোডাফোন পার্কের মাটিতে স্কার্ফ, বেরেট এবং খেলনা ছুঁড়ে দিয়েছে ভূমিকম্প অঞ্চলের শিশুদের জন্য। তাদের উৎসাহিত করার জন্য উপহার হিসাবে দেওয়া হয়েছে।”
তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ঘানার উইঙ্গার ক্রিশ্চিয়ান আতসু নিহতদের মধ্যে একজন, যাঁকে ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্কে যে হোটেলে তিনি ছিলেন তার ধ্বংসস্তুপ থেকে পাওয়া যায়।
“Bir başkadır benim memleketim…” pic.twitter.com/cipmCNXUry
— beIN SPORTS Türkiye (@beINSPORTS_TR) February 26, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google