বাসচালকের ছেলে সাজিদ জাভিদ ব্রিটেনের নয়া স্বরাষ্ট্র সচিব

সাজিদ জাভিদসাজিদ জাভিদ

জাস্ট দুনিয়া ডেস্ক: ব্রিটেনের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন বাসচালকের ছেলে সাজিদ জাভিদ, ১৯৬০ সালে পাকিস্তান থেকে ব্রিটেনে এসেছিল সাজিদের পরিবার। তাঁর বাবা ব্রিটেনে এসে প্রথমে কাপড়ের কারখানার শ্রমিক হিসাবে কাজ করতেন। পরে বাসও চালাতেন। সেই বাসচালকের ছেলে সাজিদ জাভিদকেই সোমবার স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার রাতে অভিবাসন সংক্রান্ত নীতিতে কেলেঙ্কারির অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন অ্যাম্বার রাড। সেই জায়গাতেই নতুন দায়িত্ব নিচ্ছেন সাজিদ জাভিদ। দক্ষিণ এশীয় বংশোদ্ভূতই শুধু নয়, এই প্রথম কোনও মুসলমান ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রকের দায়িত্ব পেলেন। অভিবাসন নীতি নিয়ে ব্রিটেনবাসীর মনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা সামলানোই হবে সাজিদ জাভিদের প্রথম এবং প্রধান দায়িত্ব।

গত শতাব্দীর পঞ্চাশ-ষাটের দশকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে যে সমস্ত অভিবাসী ব্রিটেনে এসেছিলেন তাঁদের, ‘উইন্ডরাশ প্রজন্ম’ বলা হয়। সম্প্রতি তাঁদের অনেককে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। সে কথা ফাঁস হতেই কনজারভেটিভ সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। অভিযোগ উঠতে থাকে, ব্রিটেনে জন্ম নেওয়া উইন্ডরাশ প্রজন্মের পরবর্তীদের অনেককেই অনৈতিক ভাবে অবৈধ ঘোষণা করায়, তাঁরা কাজ হারিয়েছেন। চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত। অনেককে নাকি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফিরে যেতে হয়েছে। অবিযোগ ওঠে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা নিয়ে সরকারের গোপন টার্গেট ছিল। সেই টার্গেটের শিকার হয়েছেন অনেকে। এর জেরেই অ্যাম্বার রাড।

বিরাটদের ডেনে গিয়েই জয়ে ফিরল কলকাতা

সাজিদ জাভিদ এর আগে কম্যুনিটিজ এবং আবাসনমন্ত্রী ছিলেন। তিনি অভিবাসন সম্পর্কিত ওই কেলেঙ্কারির বিরুদ্ধে সরব ছিলেন। এখন থেকে সাজিদই এই বিষয়টি দেখবেন বলে সূত্রের খবর।

একটা সময় সাজিদ ঘোষণা করেন, ইসলাম তাঁর পরিবারের ঐতিহ্য। কিন্তু তিনি নিজে কোনও ধর্ম পালন করেন না। এ কথা প্রকাশ্যে আসতেই তিনি অনেক হুমকি মেল পেয়েছিলেন।

১৯৬৯ সালের ৫ ডিসেম্বর ল্যাঙ্কারশায়ারে জন্ম হয় সাজিদ জাভিদের। তাঁরা পাঁচ ভাইবোন। পরে ল্যাঙ্কারশায়ার থেকে তাঁরা বিস্টল-এ চলে যান। বিস্টলে ১৯৮১-৮৬ পর্যন্ত তিনি ডাউলড স্কুলে পড়তেন। এর পরের দু’বছর সাজিদ ফ্লিন্টন টেকনিক্যাল কলেজে পড়াশোনা করেন। ’৯১ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রনীতি নিয়ে পাশ করে বার হন। সেই সময়েই কনজারভেটিভ পার্টির সদস্য হয়েছিলেন। যখন তাঁর বয়স ২০, সাজিদ জাভিজ কনজারভেটিভ দলের কনফারেন্সে যোগ দেন।

সাজিদ জাভেদের স্ত্রীর নাম লরা। তাঁদের চার সন্তান। একটা সময় সাজিদ ঘোষণা করেন, ইসলাম তাঁর পরিবারের ঐতিহ্য। কিন্তু তিনি নিজে কোনও ধর্ম পালন করেন না। এ কথা প্রকাশ্যে আসতেই তিনি অনেক হুমকি মেল পেয়েছিলেন।