জাস্ট দুনিয়া ডেস্ক: Boris Johnson ভারত সফরে এসেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে মন্তব্যও করেছেন। জনসনের মতে, ইউক্রেন নিয়ে প্রতিটি শান্তি আলোচনাই ব্যর্থ হয়েছে। তাঁর কথায়, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলা মানে, কুমিরের মুখে পা দেওয়া।’’
দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারত এসে পৌঁছেছেন বরিস। এ দিন তিনি গুজরাতের আমদাবাদ বিমানবন্দরে নামেন। আগামী কাল শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা হবে। দু’জনের মধ্যে ব্যবসাবাণিজ্য এবং প্রতিরক্ষা বিষয়ক কথাবার্তা হতে পারে বলে সূত্রের খবর।
ভারতে সফরে বরিসের দিকে ধেয়ে যায় ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন। সেখানেই বরিস জানান, ইউক্রেনকে অস্ত্র সাহায্য করা অত্যাবশ্যক ছিল। শুক্রবার নরেন্দ্র মোদীকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান পাল্টানোর বিষয়ে বরিস বলতে পারেন বলে কূটনৈতিক মহলের কারও কারও ধারণা। তবে ভারত-রাশিয়ার সম্পর্কে ফাটল ধরতে পারে বলে যে জল্পনা সম্প্রতি শুরু হয়েছে, তা-ও খারিজ করে দেন বরিস। এ দিন বরিস বলেন, ‘‘এখন পুতিনের উপর বিশ্বাস রাখা কঠিন। ইউক্রেন কী ভাবে আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যায়, সেটাই দেখার। ইউক্রেন নিয়ে পুতিনের কৌশল স্পষ্ট। পুতিন চেষ্টা করছেন, ইউক্রেনের যতটা সম্ভব দখল করা যায়। একই সঙ্গে নিজের কঠোর অবস্থান থেকে আলোচনাও চালিয়ে যাচ্ছেন তিনি।’’
এ দিন আমদাবাদ বিমানবন্দরে নামার পর হোটেল পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় তাঁকে হাজার হাজার জনতা অভ্যর্থনা জানায়। বরিসকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।
I was honoured to follow in the footsteps of millions in visiting the Gandhi Ashram in Ahmedabad today.
As the world faces renewed conflict, Mahatma Gandhi’s teachings remind us of the power of peace in changing the course of history. pic.twitter.com/c8cnZM0taR
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)