জাস্ট দুনিয়া ডেস্ক: Brooklyn Subway Shooting-এর ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। মঙ্গলবার সকালের ঘটনা। হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সাবওয়ে স্টেশন চত্তর। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। জানা যায় বেশ কয়েকজন বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সাবওয়ে চত্তরে। সঙ্গে বিস্ফোরণও ঘটানো হয়েছিল বলে স্থানীয় প্রশাসন মনে করছে। কারণ ঘটনাস্থল থেকে বিস্ফোরক পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। তাতে বিপদে পড়েন নিত্যযাত্রীরা। যে সময় এই ঘটনা ঘটে তখন অফিসের ভিড় শুরু হয়ে যায়। যে কারণে আরও বড় কিছু ঘটতেই পারত কিন্তু ১৩ জন আহত হলেও মৃত্যুর কোনও খবর নেই। ওই চত্তরেই সেই সময় যাঁরা ছিলেন তাঁদেরই একজন ইসাক আব্রাহাম, তাঁর ক্যামেরায় ধরা পড়ে ঘটনার অংশ। দেখুন সেই ভিডিও—
Brooklyn #Subway Shooting. pic.twitter.com/XeH0DrdD9s
— Isaac Abraham (@IsaacAb13111035) April 12, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)