ভাভে সুনেজা, জাকার্তায় ভেঙে পড়া বিমানের চালক ছিলেন দিল্লির ছেলে

ভাভে সুনেজাভাভে সুনেজা। ছবি ফেসবুক থেকে।

জাস্ট দুনিয়া ডেস্ক: ভাভে সুনেজা , তাঁর নেতৃত্বেই জাকার্তার বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। মিনিট পনেরোর মধ্যেই সেটি ভেঙে পড়ে সমুদ্রের উপরে। ভেঙে পড়া সেই বিমানের পাইলট দিল্লির বাসিন্দা।

৩১ বছরের ভাভে সুনেজা বছর সাতেক আগে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারে কাজে যোগ দিয়েছিলেন। তাঁর ঝুলিতে প্রায় ৬ হাজার কিলোমিটার বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তার মধ্যে বোয়িং ৭৩৭ জেট বিমান চালানোর বিশেষ পারদর্শীতাও রয়েছে ভাভে সুনেজার। তিনি আমেরিকার বেল এয়ার ইন্টারন্যাশনাল থেকে পাইলটের প্রশিক্ষণ নিয়েছিলেন। লায়ন এয়ারে কাজে যোগ দেওয়ার আগে তিনি উড়ান সংস্থা এমিরেটস-এ ট্রেনি পাইলট হিসাবে কাজ করেছিলেন।

সোমবার যে বিমানটি ভেঙে পড়েছে সমুদ্রে সেটি চালাচ্ছিলেন ভাভে সুনেজা। তাঁর সঙ্গে সহ-পাইলট হিসাবে ছিলেন হারভিনো। তাঁরও প্রায় ৫ হাজার কিলোমিটার বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। এই দু’জন ছাড়াও আরও ছয় বিমানকর্মী ওই বিমানে ছিলেন।

ইন্দোনেশিয়ার সমুদ্রে ভেঙে পড়ল বিমান

বিমানকর্মী এবং যাত্রী-সহ মোট ১৮৯ জনকে নিয়ে বোয়িং ৭৩৭টি বিমানটি জাকার্তার বিমানবন্দর থেকে উড়েছিল। কিন্তু টেক অফের কয়েক মিনিট পর থেকেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের।

ভাভে সুনেজা এই মুহূর্তে জাকার্তাতেই থাকতেন। পড়াশোনা করেছেন দিল্লির ময়ুর বিহারের অ্যালকন পাবলিক স্কুলে। ইতিমধ্যেই ভাভে সুনেজার সেই বিমানের খোঁজে সমুদ্রে নেমে পড়েছে উদ্ধারকারী দল।  নৌকো, এবং হেলিকপ্টার নিয়ে চালানো হচ্ছে তল্লাশি।