আমেরিকায় পাহাড় থেকে পড়ে মৃত্যু হল ভারতীয় যুগলের

আমেরিকায় পাহাড় থেকে পড়ে মৃত্যুবিষ্ণু বিশ্বনাথের ফেসবুক পেজ থেকে

জাস্ট দুনিয়া ডেস্ক: আমেরিকায় পাহাড় থেকে পড়ে মৃত্যু । গিয়েছিলেন একান্তে প্রকৃতির মধ্যে অনেকটা সময় কাটাতে। কিন্তু ঘটে গেল ভয়ঙ্কর দূর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার ইওয়েমিত জাতীয় উদ্যানের ৮০০ মিটার উঁচু থেকে খাদে পড়ে যান ভারতীয় এই যুগল। ২৯ বছরের বিষ্ণু বিশ্বনাথ ও ৩০ বছরের মিনাক্ষী মূর্তী জাতীয় উদ্যানের একটি উঁচু শিখরে উঠেছিলেন। সেখান থেকেই গভীর খদে পড়ে যান। দু’জনেরই মৃত্যু হয়েছে। সান ফ্রান্সিককো ক্রনিক্যালের রিপোর্ট অনুযায়ী, সোমবার তদন্তে জানা যায় ভারত থেকে আসা এই বিবাহিত যুগল আমেরিকাতেই থাকত।

রিপোর্টে এও বলা হয়েছে, এই যুগল সম্প্রতি নিউ ইয়র্কে এসেছিল। কারণ সান জোসের সংস্থা সিসকোতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েই বিষ্ণু বিশ্বনাথন স্বস্ত্রীক নিউ ইয়র্ক থাকতে শুরু করেন। বিশ্বের বিভিন্ন জায়গায় এই যুগল অ্যাডভেঞ্চার ট্যুরিজম করত। তাঁদের দু’জনের একটি যৌথ ব্লগও ছিল। নাম ‘হলিডেইজ অ্যান্ড হ্যাপিলিএভারআফটার’।

স্থানীয় প্রশাসন তাঁদের দেহ উদ্ধার করেছে খাদ থেকে। এটি আমেরিকার খুব জনপ্রিয় বেড়ানোর জায়গা। এর উপর থেকে পুরো জাতীয় উদ্যান, ঝর্ণা এবং খুব সুন্দর দৃশ্য দেখা যায়। ওখানে ঘুরতে যাওয়া কিছু ভ্রমনার্থীর চোখে পড়ে প্রথমে তাঁদের দেহ।

৩১ বছরের ভাভে সুনেজা বছর সাতেক আগে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারে কাজে যোগ দিয়েছিলেন

জাতীয় উদ্যানের মুখপাত্র জেমি রিচার্ডস বলেন, ‘‘আমাদের এখনও পরিষ্কার ধারণা নেই কী ভাবে তাঁরা পড়ে গেলেন। আমরা বোঝায় চেষ্টা করছি ঠিক কী ঘটেছিল। এটা খুবই দূর্ভাগ্যজনক।’’ তদন্তকারী দল পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কী ভাবে ঘটল, কখন ঘটল।

এই যুগল ২০১৪তে বিয়ে করেছিলেন। দু’জনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিষ্ণু বিশ্বনাথনের ফেসবুক কভার পেজে দেখা যাচ্ছে তাঁরা দু’জনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন গ্র্যান্ড ক্যানিয়নের পাহাড়ের চূড়ায়। দু’জনে একসঙ্গে বি-টেক পড়েছিলেন ২০০৬-১০ পর্যন্ত। সেখান থেকেই প্রেম এবং তার পর বিয়ে।

তাঁদের কাছের বন্ধু রাজা কাট্টা নিউ ইয়র্কেই থাকেন। দীর্ঘদিন ধরেই এই যুগলকে তিনি চেনেন। তিনি জানান, মিনাক্ষীর স্বপ্ন ছিল বিশ্বকে আবিষ্কার করা। জীবনের অন্য মানে খুঁজত। ছ’মাস আগেই ওরা সিদ্ধান্ত নেন সিসকোতে যোগ দেবেন। কিন্তু সেই সুখ বেশিদিন সহ্য হল না এই যুগলের। তাঁদের বন্ধুরা জানিয়েছেন, বিশ্বনাথ ও মিনাক্ষী খুব সুখি দম্পতি ছিলেন।

২৫ অক্টোবর এই যুগলের দেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলই জানায় ৮০০ ফিট নিচে পড়েছিল দু’জনের দেহ। এই জায়গাটা খুব খাঁড়া পাহাড়। জাতীয় উদ্যানের রেঞ্জার্স, ক্লাইম্বার, হেলিকপ্টার এবং ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রলের সহযোগে উদ্ধার করা হয় দু’জনের দেহ।