জাস্ট দুনিয়া ডেস্ক: মৃত সাংবাদিক, ছত্তীসগঢ়ে মাওবাদী হামলা য়। বীজাপুরের পর এ বার দান্তেওয়াড়া। মঙ্গলবার দুপুরে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় দুই পুলিশকর্মী এবং দূরদর্শনের এক ক্যামেরাম্যান নিহত হয়েছেন। ঘটনায় দুই পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন।
আগামী মাসেই ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন নিয়ে খবর সংগ্রহ করতে দিল্লি থেকে দূরদর্শনের তিন সদস্যের একটি দল ছত্তীসগঢ়ে গিয়েছিল। আগামী ১২ নভেম্বর প্রথম দফায় ছত্তীসগঢ়ের মাওবাদী অধ্যুষিত জেলাগুলিতে নির্বাচন। তার আগে সেই সংক্রান্ত খবর করতে গিয়ে মাওবাদী হামলায় এ ভাবে দূরদর্শনের ক্যামেরাম্যান নিহত হওয়ায় প্রশাসন বেশ চাপে পড়েছে।
নকশাল অপারেশনের ডিআইজি পি সুন্দর রাজ জানিয়েছেন, দিল্লি থেকে দূরদর্শনের তিন সদস্যের একটি দল এসেছিল প্রাক্নির্বাচনী খবর করতে। মঙ্গলবার দুপুরে দান্তেওয়াড়ার অরণপুর গ্রামের কাছে তাঁদের উপর মাওবাদীরা হামলা চালায়। ওই এলাকায় পুলিশের একটি বাহিনী টহল দিচ্ছিল। দূরদর্শনের দলটি সেই বাহিনীর সঙ্গেই ছিল বলে জানিয়েছেন সুন্দর রাজ।
শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণে চার সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে
তিনি আরও জানান, ওই ঘটনায় নিহত হয়েছেন সাব ইনস্পেকটর রুদ্র প্রতাপ, কনস্টেবল মঙ্গলু এবং দূরদর্শনের ক্যামেরাম্যান অচ্যুতানন্দ সাহু। প্রথম দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অচ্যুতানন্দকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অচ্যুতানন্দের বাড়ি ওড়িশায়। কিন্তু, তিনি দিল্লিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন সুন্দর রাজ। দূরদর্শনের অন্য দুই কর্মী নিরাপদে আছেন বলে পুলিশ সূত্রে খবর।
আগামী মাসেই ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন নিয়ে খবর সংগ্রহ করতে দিল্লি থেকে দূরদর্শনের তিন সদস্যের একটি দল ছত্তীসগঢ়ে গিয়েছিল। আগামী ১২ নভেম্বর প্রথম দফায় ছত্তীসগঢ়ের মাওবাদী অধ্যুষিত জেলাগুলিতে নির্বাচন।
প্রসার ভারতীর তরফে টুইট করে জানানো হয়েছে, ছত্তীসগঢ়ে নির্বাচনী খবর করতে ডিডি নিউজের তিন জনের একটি দলকে সেখানে পাঠানো হয়। ওই দলে ক্যামেরাম্যান অচ্যুতানন্দ ছাড়াও ছিলেন সাংবাদিক ধীরাজ কুমার এবং আলোককর্মী মরমুক্ত শর্মা।
দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় অচ্যুতানন্দ নিহত হয়েছেন। বাকি দু’জন নিরাপদে আছেন বলে ওই টুইটে জানানো হয়েছে। এ দিনের ঘটনার পর দান্তেওয়াড়া-সহ বিভিন্ন মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাঠানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও।
গত শনিবারই দান্তেওয়াড়ার পাশের জেলা বীজাপুরে এক মাওবাদী হামলায় প্রাণ গিয়েছিল পাঁচ সিআরপিএফ জওয়ানের। আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল সিআরপিএফ বাহিনীর টহলদারী গাড়ি। ওই হামলায় দু’জন সিআরপিএফ জওয়ান গুরুতর জখম হয়েছিলেন।