জাস্ট দুনিয়া ডেস্ক: কোয়াড সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই জাপানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi At Japan)। আর সেখানেই তাঁকে চমক দিলেন এক জাপানি বালক। রীতিমতো পরিষ্কার হিন্দিতে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল সে। তা শুনে বেশ খানিকটা অবাক হতেও দেখা গেল মোদীকে। হোটেলের লবিতে জমা হয়েছিল একদল ছেলে-মেয়ে, লক্ষ্য মোদীকে শুভেচ্ছা জানানো। সেখানে ভারতীরা যেমন ছিল তেমনই ছিল জাপানিরাও। সেখানেই জাপানি ছেলেটির মুখে হিন্দিতে স্বাগত শুনে মোদী জানতে চান কোথা থেকে এত ভাল হিন্দি শিখল সে। সে জানায় তার ভারতীয় বন্ধুদের থেকে। দেখে নিন সেই মুহূর্তের ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)