জাস্ট দুনিয়া ডেস্ক: ইউক্রেনের বাচ্চারা একা নয়। এই বার্তা দিয়েই দীর্ঘ চিঠি লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson Letter To Ukraine)। তিনি তাঁর চিঠিতে লিখলেন, ‘‘ইউক্রেনের বাচ্চারা একা নয়। আমরা তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি।’’ তিনি আরও লেখেন, ‘‘গত মাসে যখন তোমাদের প্রেসিডেন্ট আমাকে কিভ ঘুরে দেখাচ্ছিলেন তখন রাস্তায় বা পার্কে কোনও শিশু বা যুবক-যুবতী ছিল না। যা আমাকে কষ্ট দিয়েছিল। তোমরা বাধ্য হয়েছ বাড়ি ছেড়ে যেতে, লুকিয়ে থাকতে, পরিবার ছেড়ে যেতে। জানি এই বছরটা খুব কঠিন।’’ দেখুন আর কী লিখেছেন তিনি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)