Olena Zelenska ইউক্রেনের ফার্স্ট লেডি বললেন ভয়াবহতার কথা

Olena Zelenska

জাস্ট দুনিয়া ডেস্ক: Olena Zelenska যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরলেন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ১৪তম দিনে পড়ল। বুধবার প্রাণহানির খবরের সঙ্গে সঙ্গে আলোচনার খবরও মিলছে। দু’দেশের মধ্যে চলমান সঙ্ঘাতের মধ্যে দেশ দু’টির বিদেশমন্ত্রীরা বৈঠক করতে যাচ্ছেন। এরই মধ্য যুদ্ধ শুরুর পর এই প্রথম বিবৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা।

বুধবার ইউক্রেনের ফার্স্ট লেডি যুদ্ধের ভয়াবহতা, বিশেষ করে নারী ও শিশুদের প্রাণহানি নিয়ে কথা বলেন। ওলেনা বলেন, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন। যদি তাঁকে থামাতে না পারি, তা হলে বিশ্বে আমাদের কোনও নিরাপদ স্থান থাকবে না।’’

যুদ্ধে এখনও পর্যন্ত যে সব শিশু হতাহত হয়েছে প্রথম বার প্রকাশ্যে দেওয়া ওই বিবৃতিতে তাদের নাম প্রকাশ করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি। ওলেনা জেলেনস্কা বিবৃতিতে বলেন, ‘‘ওখটিরকার সড়কে প্রাণ হারিয়েছে আট বছরের এলিস। সে যখন মারা যায় ঠাকুমা তাকে রক্ষা করার চেষ্টাও করেছিলেন।’’

ইউক্রেনের ফার্স্ট লেডি বলেছেন, ‘‘কিয়েভে নিজের বাড়িতে গোলাবর্ষণে বাবা-মায়ের সঙ্গে প্রাণ হারিয়েছে শিশু পোলিনা। ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ গেছে ১৪ বছরের আরসিনির। আরসিনিকে বাঁচানো যায়নি কারণ তখন সেখানে ব্যাপক গোলাগুলি চলছিল। এ কারণে আরসিনির কাছে অ্যাম্বুল্যান্স পৌঁছনো সম্ভব হয়নি। রাশিয়া বলছে, তারা বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে না। তাই আমি সবার আগে তাদের হামলায় প্রাণ হারানো শিশুদের নাম বলছি।’’

সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইউক্রেনের মানুষকে আশ্রয় দেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলোকে ধন্যবাদ জানান ওলেনা জেলেনস্কা। কিন্তু স্বামী তথা প্রেসিডেন্ট জেলেনস্কির মতো তিনিও ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। তবে ন্যাটো এমন আহ্বানে সাড়া দেয়নি।

ওলেনা জেলেনস্কা আরও বলেন, ‘‘যাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে তাদের প্রয়োজন আমাদের। আকাশসীমা বন্ধ করুন, স্থল আমরা দেখব।’’ তিনি বলেন, ‘‘এই চিঠির মাধ্যমে আমি গোটা বিশ্বকে জানাতে চাই, এই যুদ্ধ শুধু আমাদের নয়। এই যুদ্ধ ইউরোপের, এই যুদ্ধ হচ্ছে ইইউ সীমান্তের খুব কাছেই। পুতিন পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন। আমরা যদি তাঁকে থামাতে না পারি, তা হলে গোটা বিশ্বে আমাদের কোনও নিরাপদ স্থান থাকবে না।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)