জাস্ট দুনিয়া ডেস্ক: অপরাধী দা-এর কোপে পুলিশের (Police) কব্জি বিচ্ছিন্ন হল। বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়ায় ঘটনা। হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া পুলিশকর্মী নাম মহম্মদ জনি খান। ওই ঘটনায় আহত হয়েছেন অন্য দু’জন। তাঁরা কনস্টেবল শাহাদাত হোসেন এবং সাধারণ নাগরিক মহম্মদ আবুল হোসেন কালু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবির আহমেদ নামে এক ব্যক্তি মারামারির একটি মামলায় অভিযুক্ত। রবিবার তাঁকে ধরতে যায় লোহাগাড়ার পুলিশ। এ দিন সকাল ১০টা নাগাদ পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লালারখিল এলাকায় অভিযুক্তকে ধরতে যায়। কিন্তু অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। সেই সময় পুলিশকর্মীদের উপর দা নিয়ে হামলা চালান। দায়ের সেই কোপে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় জনির। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ‘‘অপরাধীকে ধরতে গিয়ে তার দায়ের কোপে এক পুলিশকর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। আরও দু’জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে খোংজা হচ্ছে।’’
জানা গিয়েছে, পদুয়া এলাকার বাসিন্দা আবুল হোসেন গত ২৪ মার্চ অনধিকার প্রবেশ ও মারামারির অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় লালারখিল এলাকার কবিরকে অভিযুক্ত করা হয়। এ দিন সকালে লোহাগাড়ার থানার এসআই ভক্তচন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল কবিরকে গ্রেফতারের জন্য লালারখিল যায়। গ্রেফতারি এড়ানোর জন্য ধারালো দা নিয়ে পুলিশের উপর হামলা করেন কবির। সেই দায়ের কোপে কনস্টেবল জনির এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়। ধারালো অস্ত্রের আঘাতে বাঁ হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার পর জনিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় আহত অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘‘জনি খানকে আজ বিকেলেই উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁকে সেখানে আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)