জাস্ট দুনিয়া ডেস্ক: রাশিয়ার আক্রমণ চলছেই। স্বল্প ক্ষমতা নিয়ে দিনের পর দিন রাশিয়ার সঙ্গে লড়ে চলেছে ইউক্রেন (Volodymyr Zelenskyy)। প্রথমসারির দেশগুলো ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধের আর্জি জানালেও শোনেননি ভ্লাদিমির পুতিন। তাঁর এই মুহূর্তে একটাই লক্ষ্য, ইউক্রেন দখল। একের পর এক শহর দখল করে ক্রমশ গোটা দেশের উপর ক্ষমতার বিস্তারে এগিয়ে চলেছে রাশিয়া। এই অবস্থায় প্রতিবেশি ও বন্ধু দেশগুলোর কাছ থেকে অস্ত্র সাহায্য চাইছে জেলেনেস্কি। দাঁতে দাঁত চেপে তাঁর এই লড়াইকে কূর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব। তিনি এদিন একটি ভিডিও পোস্ট করে আরও একবার সেই বার্তাই দিলেন।
তিনি বলেন, ‘‘আমরা আমাদের অংশীদারদের বলতে চাইছি যে ইউক্রেনের আধুনিক ক্ষেপণাস্ত্র-বিরোধী অস্ত্র দরকার। আমাদের দেশে এটি এখনও পর্যাপ্ত স্তরে নেই, তবে ইউরোপের মধ্যে আমাদের এই দেশে এই মুহূর্তে এই ধরনের অস্ত্রের সবচেয়ে বেশি প্রয়োজন। এতে দেড়ি করাটা সঠিক হবে না। আমাদের অংশীদারদের সাথে কথা বলার সময় আমি ক্রমাগত এই বিষয়টিতেই জোর দিচ্ছি।’’
তিনি আরও বলেন, ‘‘পুরোপুরি আক্রমণের অনেক আগেই আমরা ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থার জন্য প্রথম অনুরোধ করেছিলাম।এবং এই সপ্তাহে অনেকগুলি গুরুত্বপূর্ণ আলোচনা হবে – এবং শুধুমাত্র ইউরোপীয় রাজনীতিবিদদের সঙ্গে নয় যারা ইউক্রেনকে আধুনিক ক্ষেপণাস্ত্র-বিরোধী সিস্টেম সরবরাহ করতে সক্ষম তাদেরকেও বলছি।’’ দেখে নিন আর কী কী বলেছেন তিনি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google